Advertisment

Viral: সাইকেলেই হাজির এক মুঠো পৃথিবী, নজির কলকাতার ব্যক্তির, ভিডিও ভাইরাল

ভিডিওতে, ব্যক্তি সাইকেলে এমন গ্যাজেট লাগিয়েছেন, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Desi Jugaad in Cycle,viral news,desi jugaad bicycle,desi jugaad cycle video,Desi Jugaad Viral Video,Cycle,bycle bike,viral pic,latest trending news,latest trending video,cycle jugaad viral video

ভিডিওতে, ব্যক্তি সাইকেলে এমন গ্যাজেট লাগিয়েছেন, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন।

সারা পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাদের কেউ কেউ তাদের মেধার জোরে আবার কেউ সেরা কৌশল ব্যবহার করে এমন কিছু তৈরি করে ফেলেন যা রাতারাতি মানুষের মন জয় করে নেয়।

Advertisment

এমন ভিডিও প্রায়ই ইন্টারনেটে ভাইরাল হয়। সম্প্রতি এমনই এক ব্যক্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । ভিডিওতে, ব্যক্তি সাইকেলে এমন গ্যাজেট লাগিয়েছেন, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। একটি বাই সাইকেলে এত সুযোগ-সুবিধা দেখলে অবাক হতে বাধ্য।

ভিডিও'র ক্যাপশন অনুসারে কলকাতার এক ব্যক্তির ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ডাক্তার তাঁকে সাইকেল চালাতে বারণ করেন। কিন্তু সাইকেলের প্রতি ভালোবাসার কারণে ওই ব্যক্তি সাইকেলটি এমন সব সুবিধা দিয়ে সাজিয়েছিলেন যে দেখে সবাই হতবাক।

ভিডিওতে, ৭০ বছর বয়সী প্রদীপ পাইন বলছেন যে, অবসর নেওয়ার পরে, তার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, যার কারণে তাকে তার বাইক বিক্রি করে দিতে হয়। তিনি তার পুরনো সাইকেলটি কাস্টমাইজ করে এমন ভাবে সেটিকে সাজিয়ে তুলেছেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে । ভিডিওতে দেখা যাচ্ছে উজ্জ্বল রঙের এই সাইকেলটিতে টুলকিট থেকে শুরু করে জলের ট্যাঙ্ক এবং ফ্যান সবকিছুই রয়েছে। এমনকি সাইকেলে একটি ব্যক্তিগত নম্বর প্লেটও লাগানো আছে।

এই ভিডিওটি @shutter_bong নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটি দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, কলকাতা মানেই প্রতিভা। আরেক ব্যবহারকারী লিখেছেন, এই সাইকেলটি সত্যিই অসাধারণ।

viral
Advertisment