বিরল হলদে কচ্ছপ দেখে হকচকিয়ে গিয়েছে নেটপাড়া। ভুবনেশ্বরের বালেশ্বর জেলার সুজনপুর গ্রামে দেখা গিয়েছে এই কচ্ছপকে।
সোশাল মিডিয়ায় এর ভিডিও ভাইরাল হতেই রীতিমত চর্চা শুরু হয়েছে নেটি জেনদের মধ্যে।
ভারতীয় বন দফতর আধিকারিক সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করে জানান, খুব সম্ভবত অ্যালবিনো হয়েছে কচ্ছপটির।
কয়েক দিন আগে এক গুচ্ছ হলদে ব্যঙের দেখা পাওয়া গিয়েছিল। প্রকৃতির নিয়ম অনুসারে, এসময় আকাশে মেঘ দেখলে পুরুষ ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ শব্দ করে স্ত্রী ব্যাঙদেরকে আকৃষ্ট করে। প্রজনন ঘটায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হলুদ ব্যাঙের দল এই মরসুমে খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে। কিছু ব্যাঙ যৌন সঙ্গমে লিপ্ত হয়েছে এবং কিছু ব্যাঙ স্ত্রী ব্যাঙদের আকৃষ্ট করার জন্য শব্দ করছে।
ভারতীয় বন কর্মকর্তা পারভীন কাসওয়ানের শেয়ার করা ভিডিওটি মধ্য প্রদেশের নরসিংহপুরের। এমন দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন।
করোনার জেরে মানবসভ্যতা বড় ধাক্কা খেয়েছে ঠিকই। কিন্তু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে বন্য প্রাণী সহ প্রকৃতি। গভীর অভয় অরণ্য ছেড়ে তারা দূষণ মুক্ত খোলা জায়গায় পাইচারি করছে বন্য প্রাণীরা, এমন ছবি বহুবার উঠে এসেছে সোশাল মিডিয়া মারফত। দিন দুয়েক আগেই দেশের অন্য প্রান্তের জঙ্গলে দেখা মিলল সোনালি বাঘের। একমাত্র ভারতেই রয়েছে তার অস্তিত্ব।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন