New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/robber_759_twt.jpg)
২৩ তলা চড়েও শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়তেই হল তাকে। চীনের একজন দক্ষ চোর পুলিশের তাড়া খেয়ে ২৩ তলা অ্যাপার্টমেন্টের জানালা ধরে ঝুলে পড়ে। ২৪ মার্চ চীনের হুনান শহরে সংঘটিত ডাকাতির সঙ্গে জড়িত থাকার কারণে এই অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজ চলছিল শহর জুড়ে।
Advertisment
চীনের স্থানীয় এক সংবাদ সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, এক দোকান মালিকের ব্যাঙ্ক কার্ড এবং নগদ ১০,০০০ ইউয়ান লুট করে ওই ব্যক্তি। তদন্তের সময় পুলিশ বাড়িতে নিয়ে যায় অপরাধীকে, এবং তখনই পুলিশের ঘেরাটোপকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনো ভয়ডর ছাড়াই ২৩ তলার জানালা দিয়ে বেরিয়ে যায় সে। কিন্তু তাতেও লাভ হয় না। ফের পুলিশের খপ্পরেই পড়ে এই মহান চোর।
Advertisment
সম্পূর্ণ ঘটনার এই ভিডিও বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
Read the full story in English