scorecardresearch

ফের আরও একটা ঢেউ? ওঁত পেতে রয়েছে বিপদ, বাড়তে থাকা সংক্রমণের পাশাপাশি মৃত্যু, চিন্তা ধরাচ্ছে করোনা

দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের

Corona

দেশ জুড়ে চওড়া হচ্ছে করোনার থাবা। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের আপডেট তথ্য অনুসারে এক দিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৮ জন। সেই সঙ্গে লাফিয়ে বেড়েছে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬হাজার ৩৫০। সেই সঙ্গে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

এর মধ্যে দুটি মৃত্যু হয়েছে রাজস্থানে। একটি কর্ণাটক এবং একটি মৃত্যু হয়েছে কেরালায়। পাশাপাশি দেশের কোভিড-১৯ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩০,৮০৬। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.০৮। সাপ্তাহিক ইতিবাচক হার পৌঁছেছে ০.৮৬ শতাংশে। দেশ জুড়ে মোট কোভিড সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪.৪৬ কোটি ।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশ জুড়ে সুস্থতার হার ৯৮.৮০শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে মোট ৪৪ হাজার ২২৫ জনের। যেখানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ২২০.৬৫ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: A single day spike of 918 covid 19 cases 4 deaths in india