New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/viral-feature-1-1.jpg)
রাস্তার লোক তাঁকে দেখে দূরে সরে গেল। কেউ আবার মুখ ব্যাঁকালেন। কেউ তাঁর আর্জি শুনেও না শোনার ভান করে পাশ কাটিয়ে চলে গেলেন। কিন্তু কেন?
রাস্তা দিয়ে হাঁটছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকন ও তার তিন বন্ধু। প্রথমে ফোনের দোকান এরপর বাজার, এরপর রাস্তা দিয়ে শহরবাসীর সামনে দিয়ে হেঁটে গেলেন দীপিকা। পরনে ছাপোষা পোশাক, চুলে হালকা খোপা, কাঁধে ব্যাগ। হেঁটে যাওয়ার সময় দেখা গেল রাস্তার লোক তাঁকে দেখে দূরে সরে যেতে লাগল। কেউ আবার মুখ ব্যাঁকালেন। কেউ তাঁর আর্জি শুনেও না শোনার ভান করে পাশ কাটিয়ে চলে গেলেন। কিন্তু কেন?
কারণ তাঁর মুখ ঝলসানো, অ্যাসিড আক্রান্তে দগদগে হয়ে পুড়ে গেছে, ছাপাক ছবির মতো এমনই মেকআপ সহ রাস্তায় বের হয়েছিলেন তিনি। সঙ্গে আরও দুই বন্ধু যাদের বাস্তবেই মুখ পুড়েছে অ্যাসিড আক্রমণে।
আরও পড়ুন: জেএনইউ-এর আন্দোলনকারী পড়ুয়াদের পাশে বলিউড ডিভা দীপিকা
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে মেকআপ করে রাস্তায় নামেন দীপিকা ও তিন বন্ধু। এরপর একটি মোবাইলের দোকানে ঢোকেন। সেখানে ফোন দেখে, একজনকে সেলফি তুলে দেওয়ার অনুরোধ করেন। যাঁকে অনুরোধ করেন, সে খানিক অবাক হয়ে তাদের মুখের দিকে তাকায়। কিন্তু কেন? এরপর এক বাজারে ঢুকে কেনাকাটির সময় দেখতে পান সবাই তাদেরকে একটু অন্য চোখেই যেন দেখছেন। গয়নার দোকানে অবশ্য অন্য ব্যবহারই পান এক মহিলার থেকে। বেশ কিছুজন সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভিডিও শেষে দীপিকা মানসিকতা বদলানোর অনুরোধ করেন।
ভিডিও দেখুন...