Advertisment

চিতাবাঘের সঙ্গে লড়াই বনকর্মীদের, ভিডিও দেখে আঁতকে উঠছে সোশাল মিডিয়া

ঘুমের ওষুধ দিয়ে চিতাবাঘকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। ঘুম পাড়ানোর ওষুধ দেওয়ার পরও শান্ত হয়না বাঘটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিতাবাঘের শরীর কেমন আছে, তা দেখতে গিয়েই থাবার মুখে পড়েন বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। লাঠি হাতে চিতাবাঘের ডেরায় ঢুকেছিল বনকর্মীদের একটি দল। চিতাবাঘের কাছে যাওয়ার পরই, সে ঝাঁপিয়ে পরে বনকর্মীদের উপর। এই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisment

চিতাবাঘের সঙ্গে যে দৌড়ে পালানো সম্ভব নয়, তা ঢের জানতেন তারা। এক সংবাদ সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটি অসুস্থ ছিল। তাঁর শরীরের খোঁজ খবর নিতেই তাঁরা গিয়েছিল। কিন্তু চিতাবাঘ পাল্টা আক্রমণ করে। সকলে লাঠি নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেও, ব্যর্থ হয়। চিতাবাঘ থাবা মারে বনকর্মীদের। ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। দৌড়ে গাড়ির পিছনে লুকোনোর চেষ্টা করে বেশ কিছু বনকর্মী।

ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বনদফতর বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। তিনি জানিয়েছেন, ঘুমের ওষুধ দিয়ে চিতাবাঘকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। ঘুম পাড়ানোর ওষুধ দেওয়ার পরও শান্ত হয়না বাঘটি।

ভাইরাল ভিডিও...

viral viral news
Advertisment