scorecardresearch

ট্যুরিজম দিচ্ছে গরুর মাংসের পদ, বেজায় রেগে গেছেন নেটিজেনদের একাংশ

অনেকেই মন্তব্য করেছেন ‘তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে ’।

ট্যুরিজম দিচ্ছে গরুর মাংসের পদ, বেজায় রেগে গেছেন নেটিজেনদের একাংশ

কেরালা ট্যুরিজমের অফিসিয়াল হ্যান্ডেলে একটি টুইট করা হয়। যেখানে একটি খাবারের ছবি দিয়ে উল্লেখ করা হয়, কেরালায় পাওয়া যাবে নতুন পদের গরুর মাংস। নেটিজেনদের সেই পদের স্বাদ উপভোগ করতে কী কী দিয়ে তৈরি এই মাংস তার কিছু উপাদানের কথা উল্লেখ করা হয়। এরপর কমেন্ট মারফত, শুরু হয় শব্দ যুদ্ধ।

বুধবার, কেরালা ট্যুরিজম তাদের ওয়েবসাইটে রেসিপিটির একটি লিঙ্ক সহ জনপ্রিয় স্থানীয় সুস্বাদু ‘গরুর মাংস উলারথিয়াথু (গরুর মাংসের ভাজা)’ এর একটি ছবি পোস্ট করেছে। এরপরই অনেকেই মন্তব্য করেছেন ‘তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে ’।

Read the full story in English 

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: A tweet by kerala tourism on a beef dish sparks war of words