ওয়াইফাই থেকে জুতো পলিশ সব কিছুই বিনামূল্যে! ক্যাব চালকের 'ক্যারিশ্মা' চমকে দেবে

মিনারেল ওয়াটার এবং কোল্ড ড্রিঙ্কের বোতল থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, বিস্কুট, পারফিউম, খবরের কাগজ, মাস্ক, জুতার পালিশ, ডাস্টবিন, ছাতা সবই আছে কাদের সাহেবের এই ক্যাবটিতে।

মিনারেল ওয়াটার এবং কোল্ড ড্রিঙ্কের বোতল থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, বিস্কুট, পারফিউম, খবরের কাগজ, মাস্ক, জুতার পালিশ, ডাস্টবিন, ছাতা সবই আছে কাদের সাহেবের এই ক্যাবটিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Cab Driver Viral News

শহরের মানুষের কাছে যাতায়াতের অন্যতম ভরসা ক্যাব। বর্ষার সন্ধ্যে হোক অথবা বন্ধুর বার্থ ডে পার্টি! এক ক্লিকেই ঘরের দুয়ারে এসে হাজির হয় ক্যাব। সম্প্রতি এক ক্যাব চালকের কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার গাড়িতে বিনামূল্যে মিলবে পাওয়া যাবে ওয়াইফাই থেকে জুতো পলিশ সবই। দিল্লির এই ক্যাব ড্রাইভার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মানুষের জয় করেছেন।

Advertisment

ভাল ক্যাব চালক পেলে যাত্রাও যেন আরও বেশি মনোরম হয়ে ওঠে। কিন্তু অধিকাংশ যাত্রীর অভিযোগ, চালকরা সময়মতো পৌঁছান না, গাড়ির এসি চালু করেন না এমনকি অতিরিক্ত টাকা চাওয়ার মত অভিযোগও সামনে আসে। হয়তো আপনি নিজেও এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছেন। তবে সম্প্রতি এক ক্যাব চালকের উদারতা আপনার মন জয় করতে বাধ্য। জানা গিয়েছে ওই ক্যাব চালকের নাম আবদুল কাদের। দিল্লিতে ক্যাব চালান তিনি। আপনি তার গাড়িতে সব ধরনের সুবিধা পাবেন। হ্যাঁ, এতে আপনি খাবার ও পানীয় থেকে শুরু করে ওয়াইফাই এবং সংবাদপত্র ইত্যাদি সবই পাবেন।

২৬ জুন শ্যাম লাল যাদব নামের এক যাত্রী টুইটারে তার গাড়ির ভিতরের ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “আজ আমি 'উবার' ব্যবহার করছি। ড্রাইভারের উদারতায় আমি মুগ্ধ। তিনি গত সাত বছরে খুব কোন রাইড বাতিল করেননি। তার গাড়িতে অনেক কিছু আছে। হ্যাঁ, ফার্স্ট এইড কিট থেকে শুরু করে রাইডারদের জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র, যার জন্য আবদুল কোনো অতিরিক্ত চার্জ নেন না”।

Advertisment

খবর লেখা পর্যন্ত ৫৬ হাজারের বেশি ভিউ এবং প্রায় এক হাজার লাইক পেয়েছে। এছাড়াও, ব্যবহারকারীরা ক্যাব চালকের প্রশংসা করছেন।মিনারেল ওয়াটার এবং কোল্ড ড্রিঙ্কের বোতল থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, বিস্কুট, পারফিউম, খবরের কাগজ, মাস্ক, জুতার পালিশ, ডাস্টবিন, ছাতা সবই আছে কাদের সাহেবের এই ক্যাবটিতে। তিনি ক্যাবে একটি নোটিশও রেখেছেন, যাতে লেখা আছে- ‘আমরা প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে জানি’।

Viral Video