New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/drum-cooler.jpg)
এক ব্যক্তি গরম থেকে বাঁচতে এমন কাণ্ড ঘটিয়েছেন, যা আপনার মনকে নাড়া দিতে বাধ্য।
সোশ্যাল মিডিয়ায় এমন সব ভিডিও সামনে আসে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। কোন ভিডিওতে কখনও কেউ গাড়িকে হেলিকপ্টারে পরিণত করে ফেলেন, আবার চার চৌকো চাকার সাইকেল তৈরি করে সকলকে অবাক করে দেন। এমনই একটি নতুন ভিডিও ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যা দেখে সবাই অবাক। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গরম থেকে বাঁচতে এমন কাণ্ড ঘটিয়েছেন, যা আপনার মনকে নাড়া দিতে বাধ্য।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এসি-র মতো শীতলতা পেতে বাড়িতেই তৈরি করে ফেলেছেন একটি দুর্দান্ত কুলার। যা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি প্লাস্টিকের ড্রাম নিয়েছেন যাতে জল ভর্তি রয়েছে। এই ড্রামটিকে কেটে পুরোপুরি কুলারের মতো ডিজাইন করা হয়েছে। এর সামগ্রিক নকশাটি হুবহু কুলারের মতো। শুধু কুলারের বডির পরিবর্তে প্লাস্টিকের ড্রাম ব্যবহার করা হয়েছে। ভিতরে লাগানো হয়েছে একটি পাখাও।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন vikramv5840 নামের এক ব্যবহারকারী। ভিডিওটিতে লাইক পড়েছে ৬ লাখের বেশি। মানুষজন এমন প্রতিভায় চমকে উঠেছেন। এক ব্যবহারকারী লিখেছেন- এটাকে বলে লুকানো প্রতিভা। আরেকজন লিখেছেন- পরের বার ওয়াশিং মেশিন তৈরি করুন। তৃতীয়জন লিখেছেন- এই প্রতিভা যেন ভারতের বাইরে না যায়।