New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-107.jpg)
ভাইরাল ভিডিও এখন পর্যন্ত ৫০ লক্ষের বেশি মানুষের মন জয় করে নিয়েছে।
ভাইরাল ভিডিও এখন পর্যন্ত ৫০ লক্ষের বেশি মানুষের মন জয় করে নিয়েছে।
ভাইরাল ভিডিও এখন পর্যন্ত ৫০ লক্ষের বেশি মানুষের মন জয় করে নিয়েছে।
পশুপাখিদের অনেকেই আজকাল দত্তক নেন। সম্প্রতি বিভিন্ন চিড়িয়াখানাতেও পশু-পাখিদের দত্তক দেওয়ার চল শুরু হয়েছে। অনেকেই আছেন যারা রাস্তার কুকুর বিড়ালকেও দত্তক হিসাবে গ্রহণ করে তাদের সন্তান স্নেহে লালন পালন করেন। তেমনই এক মর্মস্পর্শী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দত্তক নেওয়ার পর তরুণীর পা আঁকড়ে কুকুরের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি এই আবেগঘন ভিডিওটি @1hakankapucu টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ভাইরাল এই ভিডিও আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। এই ভিডিওতে কুকুরের কৃতজ্ঞতা কাঁদাতে পারে আপনাকেও।
প্রাণীরা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তাদেরও অনুভূতি আছে। তারা ভালবাসতেও পারে এবং দুঃখের সঙ্গে সুখও অনুভব করতে পারে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুর মহিলার পায়ে আঁকড়ে ধরে রয়েছে। ভিডিওতে দেওয়া তথ্যে বলা হয়েছে কুকুরটিকে দত্তক নিয়েছেন ওই মহিলা। আর ঠিক সেই কারণেই কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুকুরটিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুর সামনের দুই পা দিয়ে মহিলার পা চেপে ধরেছে এবং তার মাথা মহিলার পায়ে ঠেকিয়ে রেখেছে। দেখে মনে মহিলার থেকে দূরে যেতে চাইছে না কুকুরটি।
It's the initial moments of an adopted dog. Showing vulnerability & deep gratitude is the quality of an innocent. A kind deed can bring out the best. 🙏🪄 pic.twitter.com/ndYDxvTGXo
— Hakan Kapucu (@1hakankapucu) July 8, 2023
ভাইরাল ভিডিও এখন পর্যন্ত ৫০ লক্ষের বেশি মানুষের মন জয় করে নিয়েছে। কমেন্টে অনেকে তাদের ব্যক্তিগত মতামতও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, নিখাদ ভালবাসা। অনেকেই তাদের নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।