করোনা পরিস্থিতিতে হানা দিয়েছে ভিনগ্রহের প্রাণী? ভিডিও দেখে কী বলছে সোশাল মিডিয়া

ইতিমধ্যে # ইউএফও এবং # পেন্টাগন টুইটারে জুড়ে ট্রেন্ড করা শুরু করেছে।

ইতিমধ্যে # ইউএফও এবং # পেন্টাগন টুইটারে জুড়ে ট্রেন্ড করা শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা পরিস্থিতিতে হানা দিয়েছে ভিনগ্রহের প্রাণী? এমনটাই দাবি মার্কিন সেনার। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের শেয়ার করা তিনটি ভিডিও নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে জোর চর্চা। যেখানে তাদের দাবি মহাকাশে ইউএফও এর মত তিনটি বস্তু দেখা গিয়েছে।

Advertisment

টুইটার মারফত পেন্টাগন ভিডিও আপলোড করে জানিয়েছে, আতঙ্ক না ছড়িয়ে এই ঘটনাটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। তবে ভিডিওটি এখনকার নয়, ২০০৪ , ২০১৫ ও ২০১৭ সালে তোলা হয়েছিল। দুটি ভিডিওর কথা ২০১৭ সালে প্রকাশ্যে আসে।

ভিডিওগুলি নিয়ে সম্প্রতি নেট নাগরিকরা রসিকতা শুরু করেছে। ইতিমধ্যে # ইউএফও এবং # পেন্টাগন টুইটারে জুড়ে ট্রেন্ড করা শুরু করেছে।

Advertisment

Read the full story in English

viral viral news