ব্যাট হাতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন এক কিশোরী। বলে বলে চার-ছয় হাঁকাচ্ছেন। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা দাবানলের মত ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষের পাশাপাশি এই ভিডিও নজর কাড়ে মাস্টার-ব্লাস্টার শচিন টেন্ডুলকরের। তিনি নিজেও এই ভিডিও শেয়ার করে মেয়েটির দারুণ ব্যাটিংয়ের প্রশংসায় সুর চড়িয়েছিলেন। এবার মেয়েটির অনবদ্য ব্যাটিং দক্ষতা মুগ্ধ করল শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাকেও।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান একটি মেয়ের দারুণ ব্যাটিং স্কিলের একটি ভিডিও শেয়ার করেছেন যার ব্যাটিং দক্ষতা এখন টক অফ দ্য টাউন,৩৫ সেকেন্ডের ভিডিওতে মেয়েটিকে দেখা যায় ব্যাট হাতে থেকে ছক্কা হাঁকাতে। জানা গিয়েছে মেয়েটির নাম মুমাল মেহার। রাজস্থানের বাসিন্দা এই কিশোরীর ব্যাটিং দক্ষতা সকলকেই তাক লাগিয়েছে। এর আগে, শচিন টেন্ডুলকার টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘সত্যিই আপনার ব্যাটিং উপভোগ করেছি’।
ভাইরাল হওয়া ভিডিওতে মুমালকে গ্রামের মাঠে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। ভিডিওটি টুইটার এবং ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পরে, দেশ জুড়ে হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেন এবং তার প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকারের কাছে দাবি জানায়। রবিবার সন্ধ্যায় শেয়ার করা ভিডিওতে ১৫ বছরের মুমালকে ব্যাট হাতে ম্যাজিক দেখাতে দেখা যায়। এরপরই এই ভিডিও ভাইরাল হয়ে যায় দেশজুড়ে।
মুমলের ভাই আব্দুল রাজাক বলেন, মুমাল ছোট থেকেই ভাল খেলে। সে জেলাস্তর পর্যন্ত খেলাধূলাও করে। বাবা পেশায় একজন কৃষক। বোন আনিশা যোধপুরে ক্রিকেট অ্যাকাডেমি থেকে ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন। মুমালের এই ভিডিওটি অনেক নেতা-মন্ত্রী, আমলা, শিল্পপতি এখন পর্যন্ত রি-শেয়ার করেছেন।