Advertisment

'হৃৎপিন্ড বেচে কিনতে হবে আইফোন ১১', বলছে সোশাল মিডিয়া

৬ ইঞ্চির ফোনের দাম নাকি লাখ খানেক। যা মন থেকে মেনে নিতে পারেন না মানুষ।এই সমস্ত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রত্যেক বছরই আইফোনের দাম কত হতে পারে তা নিয়ে আলাদা আকর্ষণ তৈরি হয় আমজনতার। লঞ্চের আগে কেউ বলছে কিডনি, কেউ বলছে হৃৎযন্ত্রের বিনিময়ে কিনতে হবে আইফোন ১১। সত্যিকি তাই?

Advertisment

অ্যান্ড্রয়েডের প্রতি ভালোবাসা থাকলে সে চত্বরে পা বাড়ায় না অনেক মানুষ। তবে আইফোন না কেনার পিছনে শুধু সেটাই একমাত্র কারণ নয়, অনেকেতো আইফোনের দাম শুনে ভিরমি খায় প্রায়। ৬ ইঞ্চির ফোনের দাম নাকি লাখ খানেক। যা মন থেকে মেনে নিতে পারেন না মানুষ।এই সমস্ত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিন্তু যারা অ্যাপেলের গ্যাজেট কিনতে এবং ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য দাম খুব একটা সমস্যা হয়ে দাড়ায় না। মানসিকভাবেই প্রস্তুত থাকে খরচ করার জন্য।

smartphone iphone apple watch apple
Advertisment