প্রবল বৃষ্টির কবলে গুজরাট। এর মাঝেই আহমেদাবাদ বিমানবন্দরের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মোদী রাজ্যের এমন হাল দেখে মাথায় হাত নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে এবং টার্মিনালের হাঁটু সমান জল।
বিমান ধরতে মানুষজন জল পেরিয়ে কোনমতে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছেন। গত কয়েকদিন ধরে গুজরাটে ভারী বৃষ্টিপাতের কারণে আহমেদাবাদ বিমানবন্দরে জল জমে যায়। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। টুইটারে শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে অবিরাম বৃষ্টির কারণে বিমানবন্দরে হাঁটু সমান জল, রানওয়ে এবং টার্মিনাল জলের তলায়।
বিমানবন্দরে জমা জলের কারণে সময়মতো বিমান ধরতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ভিডিওতে দেখা গেছে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছানোর জন্য হাঁটু-সমান জলের মধ্যে হেঁটে যাচ্ছেন।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "এখন আহমেদাবাদ বিমানবন্দর থেকে প্লেন টেক অফ হবে না, বিমানবন্দরে এবার জাহাজ চলাচল করবে... #HeavyRains-এর কারণে আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্লাবিত হয়েছে।" আরেকজন লিখেছেন, “আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্যায় ডুবে গেছে। এখন @অরবিন্দকেজরিওয়ালকেও দোষ দেওয়া যাবে না।"
একটি টুইট বার্তায় আহমেদাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, "বিমানবন্দরের চারপাশে ভারী বৃষ্টিপাত এবং জল জমার কারণে, আমরা সমস্ত যাত্রীদের হাতে সময় নিয়ে বিমানবন্দরে প্রবেশের অনুরোধ জানাচ্ছি। পার্কিং এড়াতেও পরামর্শ দেওয়া হচ্ছে।"
উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টার অবিরাম বর্ষণে পুরো শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনজীবন পুরোপুরি ব্যহত। শনিবার গুজরাটের দক্ষিণ ও সৌরাষ্ট্র অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে শহরাঞ্চলে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বাঁধ ও নদীতে জলের স্তর বিপদসীমা অতিক্রম করেছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র-কচ্ছ জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
জুনাগড়, জামনগর, দেবভূমি দ্বারকা, কচ্ছ, সুরাট, ভালসাদে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছে যে আগামী তিন দিন দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র-কচ্ছের অন্যান্য জেলাগুলিতে ভারী থেকে অত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।