হতদরিদ্র বিল গেটস থেকে ডোনাল্ড ট্রাম্প! বিশ্বের তাবড় ধনীদের শোচনীয় পরিস্থিতির কারণ জানেন?

বিশ্বের ধনী ব্যক্তিদের চেহারার আমূল বদল এনে তাদের হতদরিদ্র চেহারা ফুটিয়ে তোলা হয়েছে

বিশ্বের ধনী ব্যক্তিদের চেহারার আমূল বদল এনে তাদের হতদরিদ্র চেহারা ফুটিয়ে তোলা হয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
trending stories, trending post, trending pics, Ai-generated, chatgpt, ai generated pics, elon musk, ambani, jeff bezos",

বিশ্বের ধনী ব্যক্তিদের চেহারার আমূল বদল এনে তাদের হতদরিদ্র চেহারা ফুটিয়ে তোলা হয়েছে

অস্বীকার করার উপায় নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ইন্টারনেটে ঝড় তুলেছে। প্রতিদিন ইন্টারনেটে ভাইরাল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর সেরা কিছু নিদর্শন। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি যা দেখে চমকে উঠেছেন তাবড় নেটপাড়া। বিশ্বের ধনী ব্যক্তিদের চেহারার আমূল বদল এনে তাদের হতদরিদ্র চেহারা ফুটিয়ে তোলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর মাধ্যমে।

Advertisment

শিল্পী গোকুল পিল্লাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে বিশ্বের তাবড় ধনী ব্যক্তিদের চেহারার আমুল বদল করেছেন। ইন্টারনেটে ঝড় তুলেছে এই ছবিগুলি। কিছুসময়ের মধ্যেই ছবিগুলি অনলাইনে ভাইরাল হয়ে যায়। ছবির সেটে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মুকেশ আম্বানি, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট, জেফ বেজোস এবং ইলন মাস্ক রয়েছেন।

Advertisment

ছবিতে বিলিয়নেয়ারদের শোচনীয় ভাবে তুলে ধরা হয়েছে। হাফপ্যান্ট গেঞ্জিতে ডোনাল্ড ট্রাম্পকে তুলে ধরার পাশাপাশি, বস্তি এলাকায় ধুলোমাখা টিশার্টে ইলন মাস্ককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টটি এখন পর্যন্ত ১০ হাজারের বেশি লাইক পেয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ,''স্লামডগ মিলিয়নিয়ারস"! ইন্টারনেটে এই ছবিগুলো নিয়ে নানান মজার প্রতিক্রিয়া সামনে এসেছে।

viral