New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/28/IDWYPQZVtW411uHO29ib.jpg)
Sheikh Hasina Fact Check: গ্রাফিকের ক্যাপশনে হিসাবে লেখা হয়, মাদকাসক্ত হয়ে পড়েছেন হাসিনা সিগারেট আর মদ দিয়েই কাটছে দিন
Sheikh Hasina Fact Check: গ্রাফিকের ক্যাপশনে হিসাবে লেখা হয়, মাদকাসক্ত হয়ে পড়েছেন হাসিনা সিগারেট আর মদ দিয়েই কাটছে দিন
Sheikh Hasina Fact Check: বাংলাদেশি সংবাদমাধ্যম যমুনা টিভির (Jamuna TV) একটি ভুয়ো গ্রাফিক সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) মাদকদ্রব্য সেবন করার দুটি ছবি দেখা যায়।
বুম যাচাই করে দেখে ছবিগুলি আসল নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি। এছাড়াও, যমুনা টিভির তরফ থেকেও একটি স্পষ্টীকরণে জানিয়ে দেওয়া হয় তারা ভাইরাল গ্রাফিকের মতো কোনও খবর প্রকাশ করেনি।
২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতন হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। ৫ অগাস্ট, ২০২৪ তারিখে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতের নিরাপত্তায় এক গোপন স্থানে রয়েছেন হাসিনা। তার বর্তমান অবস্থান প্রকাশ করা হয়নি।
ভাইরাল পোস্টে যমুনা টিভির লোগো-সহ একটি গ্রাফিকে হাসিনার সিগারেট হাতে দুটি ছবি দেখা যায়। ওই গ্রাফিকের ক্যাপশনে হিসাবে লেখা হয়, "মাদকাসক্ত হয়ে পড়েছেন হাসিনা সিগারেট আর মদ দিয়েই কাটছে দিন"।
একটি ফেসবুক পেজ ভাইরাল গ্রাফিকটি শেয়ার করে লেখে, "মাদকাসক্ত হয়ে পড়েছেন হাসিনা সিগারেট আর মদ দিয়েই কাটছে দিন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে। তবে, আমরা ভাইরাল দাবিকে সমর্থন করে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পাইনি। এছাড়াও, যমুনা টিভির ওয়েবসাইটেও এই ধরনের কোনও প্রকাশিত খবর পাওয়া যায় না।
আরও পড়ুন বাংলাদেশের 'আয়নাঘর' নিয়ে স্বীকারোক্তি হাসিনার! ভাইরাল ভিডিওর সত্যিটা জানেন?
এরপর, আমরা অনুসন্ধান করে যমুনা টিভির ফেসবুক পেজের একটি পোস্টে ভাইরাল গ্রাফিকটি দেখতে পাই। ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের ওই পোস্টে যমুনা টিভি তারা ভাইরাল গ্রাফিকটি প্রকাশ করেনি স্পষ্ট করে জানিয়ে লেখে, " যমুনা টিভি এমন সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এরপর, আমরা শেখ হাসিনার মাদক সেবনের দুটি ছবিকে কৃত্রিমবুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট Was It AI-এ পরীক্ষা করি। উভয় ওয়েবসাইটই ছবি দুটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হিসাবে চিহ্নিত করেছে। প্রথম ছবি প্রথম ছবিটি পরীক্ষা করে পাওয়া ফলাফল দেখা যাবে নীচে।
আরও পড়ুন ভারতে দাঁড়িয়ে বিজেপির মঞ্চ থেকে ভাষণ শেখ হাসিনার? ভাইরাল ভিডিওর সত্যিটা জানেন?
প্রথম ছবিটি পরীক্ষা করে পাওয়া ফলাফল দেখা যাবে নীচে।
দ্বিতীয় ছবিটি পরীক্ষা করে পাওয়া ফলাফল নীচে দেখুন।
[এই ছবিটির সত্যতা যাচাই করেছে bangla.boomlive.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ]