New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-247.jpg)
সোশ্যাল মিডিয়ায় আড়াই লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। সেই সঙ্গে ভিডিওটি লাইক করেছেন ২৭ লাখ ইউজার।
প্রখর দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষজন। প্রবল গরমে দুপুরে রাস্তা ঘাট প্রায় জনশূন্য। নেহাত কাজের প্রয়োজনে যাদের বেরোতেই হয় তাদের কষ্টের শেষ নেই। ট্রামে বাসে, ট্রেনে একাবারে প্রবল গরমে নাজেহাল অবস্থা। আর এই গরম থেকে মুক্তি দিতে অটোচালকের বিরাট উদ্যোগ। অটোতেই বসিয়ে ফেলেছেন এয়ার কুলা। যাত্রী স্বাচ্ছন্দ্যে অটো চালকের এমন অভিনব আয়োজনকে কুর্নিশ জানিয়েছে সকলেই। আর সেই অটোর ছবি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল।
গরম এড়াতে গাড়িতে নানান ব্যবস্থার ভিডিও এর আগে ভাইরাল হয়েছে। অটোর ছাদে বাগান করতেও দেখা গিয়েছে গত বছর এক অটোচালককে। একই সময়ে, বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওতে, একটি অটো সবাইকে চমকে দিয়েছে। ইনস্টাগ্রামে কবির_সেটিয়া নামে একটি প্রোফাইল থেকে শেয়ার করা এই ভিডিওতে, একটি অটোর পিছনে একটি কুলার লাগানো অবস্থায় অটোকে ছুটে যেতে দেখা যায়। এর ফলে অটোয় যাত্রাকালীন গরম থেকে স্বস্তি পেতে পারেন চালক ও যাত্রী উভয়েই।
সোশ্যাল মিডিয়ায় আড়াই লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। সেই সঙ্গে ভিডিওটি লাইক করেছেন ২৭ লাখ ইউজার। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, 'অবিলম্বে সব এলপিজি অটোরিকশা বন্ধ করতে হবে।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'খুব ভাল উদ্যোগ, এই অটোতে চড়ার ইচ্ছা রইলো’। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, 'ভুল অটোতে টাকা দিচ্ছি।'