২৩ আগস্ট, চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত। এই কৃতিত্ব অর্জনের পর বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে নরম অবতরণের তালিকায় ভারতের নাম উঠে আসে প্রথমেই। ISRO এর বিজ্ঞানী এবং গবেষকদের অক্লান্ত পরিশ্রমের জন্য সকলেই বিজ্ঞানীদের ধন্য ধন্য করছেন। বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে তাদের এই সাফল্য।
Advertisment
এই সাফল্যের পরে, ISRO প্রধান এস সোমানাথকে ইন্ডিগোর বিমানের কেবিন ক্রু'র তরফে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। হৃদয়স্পর্শী মুহূর্তটি ইনস্টাগ্রামে এয়ার হোস্টেস পূজা শাহ শেয়ার করে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ ভারতীয়দের অনুপ্রাণিত করেছে এই ভিডিও।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "MR S SOMANATH - ISRO-এর চেয়ারম্যান। আমাদের INDIGO ফ্লাইটে মিঃ এস সোমানাথকে অভ্যর্থনা জানানোর সুযোগ পেয়ে গর্ব বোধ করছি। আমাদের ফ্লাইটে 'নায়কদের' পাওয়া সবসময়ই আনন্দের।"
ভিডিওতে কেবিন ক্রুকে বলতে শোনা যায় "আমি ISRO-এর চেয়ারম্যান মিঃ এস সোমানাথের উপস্থিতি ঘোষণা করতে পেরে আনন্দিত - যিনি আজ আমাদের ফ্লাইটে উঠেছিলেন। মিস্টার সোমানাথ এবং তাঁর দলের জন্য একটা বড় করতালি। আপনাকে বোর্ডে পেয়ে আমরা গর্বিত, স্যার। ধন্যবাদ। ভারতকে গর্বিত করার আপনাকে ও আপনার টিমকে অভিন্দন ।” যাত্রীরা উত্সাহের সঙ্গে তার এই আবেদনে সাড়া দেন, হাততালি দিয়ে সকলেই ইসরো প্রধানকে অভিনন্দন জানিয়েছেন।