Advertisment

ঘূর্ণিঝড়ের কবলে টালমাটাল অবস্থা, দুর্যোগের মধ্যে বিমান নামিয়ে 'হিরো' দুই পাইলট

পাইলটের দক্ষতায় অবাক সকলে

author-image
IE Bangla Web Desk
New Update
tata group appoints campbell wilson as CEO and MD of air india

প্রতীকী ছবি

প্রবল ঝড়ে যখন তছনছ চারিদিক, সেই সময়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে (London’s Heathrow) জরুরি বিমান অবতরণ করে প্রশংসা কুড়োলেন এয়ার ইন্ডিয়ার দুই পাইলট। শুক্রবার বিকেলে যখন সব বিমান দেরfতে ছাড়ছে বা বাতিল হয়ে যাচ্ছে ইউনিস ঝড়ের (Storm Eunice) জন্য, তখন হিথরো বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার (Air India flights) বোয়িং ড্রিমলাইনার (Boeing Dreamliner aircraft) অবতরণ করিয়েছেন পাইলট অঞ্চিত ভরদ্বাজ এবং আদিত্য রাও। ককপিট থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যাতে দেখানো হয়েছে কিভাবে প্রবল হওয়ার ঝাপটা সামলে বিমানটি সফল অবতরণ করে। পাইলটের দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা।

Advertisment

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও দুই পাইলট প্রশংসা বার্তা পেয়েছেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘যখন কোনো বিমান নামতে পারছিল না লন্ডন বিমানবন্দরে, তখন আমাদের সুদক্ষ ২ পাইলট যথাযথভাবে বিমান অবতরণ করিয়েছেন।’ লন্ডনের ইউটিউব চ্যানেল ‘Big Jet TV’-র পর্দাতে বিমান অবতরণের লাইভ কভারেজ দেখানো হয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে "ঝড়ের মাঝে জরুরি অবতরণ"। যে সময় বিমানটি ল্যান্ড করছিল সেই সময় হওয়ার গতিবেগ যথেষ্ট বেশি ছিল। জানা গিয়েছে বিমানটি কাতার থেকে লন্ডন যাচ্ছিল।

শুক্রবার ঝড়ের জন্য লন্ডনের আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি ছিল। ১৯৮৭ সালের পর এত ঝড় দেখল পশ্চিম ইউরোপের বাসিন্দারা। ঝড়ের জন্য বিমান, ট্রেন, ফেরি পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের জন্য ইংল্যান্ডের ১,৪০,০০০ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। আয়ারল্যান্ডের ৮০,০০০ বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

Air India Storm Eunice
Advertisment