জল দানবের আক্রমণ, ভিডিও দেখে বুক কেঁপে উঠবে!

ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক বার দেখা হয়েছে।

ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক বার দেখা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral News, Viral News Hindi, Viral News Hindi Today, Video Viral News, Video Viral, Trending News, Trending News Hindi, Trending News In Hindi, Viral, Viral Video, Viral News, Viral Funny Photo, Funny Video Viral, Funny Photos Viral, Social Media Funny Photos, Social Media Funny Videos, Trending Content, Bizarre News, OMG News, Weird News, Alligator, Alligator Attack, Alligator Attack Video Viral, Alligator Attack Viral Video,

কুমিরকে খাওয়াতে গিয়েই ঘটে গেল চরম বিপত্তি। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে চমকে উঠবেন। বিশ্বের অনেক দেশেই হিংস্র প্রাণী পালনের প্রথা রয়েছে। এমনকি মানুষ সিংহ, বাঘ, কুমির এবং বিষাক্ত সাপও পোষেন। শিশুদের মতো তাদের যত্ন নেয়। তাদের নিজের হাতে খাওয়ান। কিন্তু সম্প্রতি এমন ভিডিও সামনে এসেছে যা দেখে শিউরে উঠবেন।

Advertisment

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কলোরাডোর এক ব্যক্তি পালিত কুমিরটিকে খাওয়াতে গিয়েছিলেন। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, চাদ নামের এই ব্যক্তি কুমিরকে খেতে দিতে জলে পা দিতেই কুমিরটি তাকে আক্রমণ করে। সৌভাগ্যক্রমে, সময়মতো তার পা জল থেকে সরিয়ে নিতে সক্ষম হয়। কোনক্রমে প্রাণে বেঁচে যান তিনি।

এই ভিডিওটি ফেসবুকে কলোরাডো গেটর ফার্ম পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওতে আপনি দেখতে পাবেন জল দানব আক্রমণ। জানা গিয়েছে কুমিরটি প্রায় ১২ ফুট লম্বা, ওজন ৬০০ পাউণ্ড।

Advertisment

ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক বার দেখা হয়েছে। হাজার হাজার লাইক পেয়েছে। মানুষ নানাভাবে মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, কুমিরটি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত ছিল, সে কারণেই এই আক্রমণ।

viral