New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-356.jpg)
ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক বার দেখা হয়েছে।
কুমিরকে খাওয়াতে গিয়েই ঘটে গেল চরম বিপত্তি। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে চমকে উঠবেন। বিশ্বের অনেক দেশেই হিংস্র প্রাণী পালনের প্রথা রয়েছে। এমনকি মানুষ সিংহ, বাঘ, কুমির এবং বিষাক্ত সাপও পোষেন। শিশুদের মতো তাদের যত্ন নেয়। তাদের নিজের হাতে খাওয়ান। কিন্তু সম্প্রতি এমন ভিডিও সামনে এসেছে যা দেখে শিউরে উঠবেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কলোরাডোর এক ব্যক্তি পালিত কুমিরটিকে খাওয়াতে গিয়েছিলেন। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, চাদ নামের এই ব্যক্তি কুমিরকে খেতে দিতে জলে পা দিতেই কুমিরটি তাকে আক্রমণ করে। সৌভাগ্যক্রমে, সময়মতো তার পা জল থেকে সরিয়ে নিতে সক্ষম হয়। কোনক্রমে প্রাণে বেঁচে যান তিনি।
এই ভিডিওটি ফেসবুকে কলোরাডো গেটর ফার্ম পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওতে আপনি দেখতে পাবেন জল দানব আক্রমণ। জানা গিয়েছে কুমিরটি প্রায় ১২ ফুট লম্বা, ওজন ৬০০ পাউণ্ড।
Un homme du Colorado, nommé Chad, a manqué de peu de se faire dévorer la jambe par un alligator nommé Elvis alors qu'il lui offrait une énorme dinde à manger. pic.twitter.com/in5OXJksMe
— Claire 🇫🇷✝️ (@ClaireKuche2023) July 30, 2023
ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক বার দেখা হয়েছে। হাজার হাজার লাইক পেয়েছে। মানুষ নানাভাবে মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, কুমিরটি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত ছিল, সে কারণেই এই আক্রমণ।