করোনা রুখতে কিছুদিন আগেই মহারাষ্ট্রের একজন সোনার ফেস মাস্ক বানিয়েছিলেন। একই কান্ড এবার এদেশেই। ওড়িশার এক ব্যবসায়ী এবার পুরো নিখাদ সোনার মাস্ক বাঁধিয়ে ফেললেন। যে মাস্কের দাম সাড়ে ৩ লক্ষ টাকা।
করোনা রুখতে গোটা দেশ জুড়ে মাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে। তারপরেই কটকের ব্যবসায়ী অলোক মোহান্তি কয়েক লাখ টাকার মাস্ক বানিয়ে ফেললেন। তাঁর সোনার মাস্ক পড়ার ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অলোক মোহান্তি নিজেই এখন নেটিজেনদের কাছে ঈর্ষার পাত্র হয়ে উঠেছেন।
অলোক মোহান্তি জানিয়েছেন, স্থানীয় এলাকায় তিনি 'গোল্ড ম্যান' নামে পরিচিত। তিনি জানিয়েছেন, সোনার অলঙ্কার পড়তে বেশ পছন্দ করেন। কিছুদিন আগেই খবরে দেখেছিলেন পুনের শঙ্কর কুরহাদের সোনার মাস্ক। তারপরেই ঠিক করে নেন, তিনিও সোনার মাস্ক বানাবেন।
Odisha: A businessman in Cuttack says he got himself a mask made of gold worth Rs 3.5 lakh. He says, "People call me gold man because of my love for gold and I am wearing gold from past 40 years. After I saw a man in Mumbai making gold masks, I decided to get one for myself too." pic.twitter.com/dBmT3hdMtO
— ANI (@ANI) July 17, 2020
हम यहा पचास रूपए वाला पहनकर सोचते है हीरो लग रहे pic.twitter.com/H7MApvhgeG
— प्रोफेसर Raja babu ???????? (@GaurangBhardwa1) July 17, 2020
I have diamond mask in my do but maine toh kabhie flaunt nahi kiya inki tarah ????
— Dr Khushboo ???? (@khushbookadri) July 17, 2020
No one can beat Bollywood's gold man and veteran musician Bappi Lahiri. pic.twitter.com/fMjWQKP9vD
— Bollywood History Pics (@pic_bollywood) July 17, 2020
when Bappi Lahiri becomes a businessman
— chacha lame monk (@oldschoolmonk) July 17, 2020
— Azy (@AzyConTrolI) July 17, 2020
— Punjabi2.0???? (@ppldontthink) July 17, 2020
hey bhαgwan jada nhi bas itna hi ameer bnado merko ???????????? pic.twitter.com/UU1LfbXNqT
— thejadooguy (@JadooShah) July 17, 2020
মোহান্তি জানালেন, ধাতুর হলেও এন-৯৫ এর মতোই কার্যকারিতা রয়েছে এই মাস্কের। কারণ এটাই একটা এন-৯৫ মাস্ক। এই মাস্কের উপরেই ৯০ থেকে ১০০ গ্রামের একাধিক খন্ড সেলাই করে বসানো হয়েছে। তাঁর বক্তব্য, এই মাস্ক যথেষ্ট আরামদায়ক। নিরাপত্তার জন্য বেশ কিছু ছিদ্র তিনি করেছেন, যাতে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা না হয়।
জানা গিয়েছে, মুম্বইয়ের জাভেরি মার্কেটে এই মাস্ক বানানো হয়েছে। সময় লেগেছে ২০-২২ দিন।
অলোক মোহান্তির এই স্বর্ণ মাস্ক আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। নেটিজেনরা একাধিক মিম শেয়ার করেছেন টুইটারে।