Advertisment

শূন্যে হাত তুলে টানা ৪০ বছর, সাধুবাবার আজব কাণ্ড দেখে ভিরমি খাচ্ছেন নেটপাড়ার মানুষজন

ঐতিহাসিক বৈদিক নামের টুইটার অ্যাকাউন্ট থেকে অমর ভারতীর ছবি শেয়ার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral post,Amar bharti intresting fact,Hindu sadhus,Trending News,trending story,viral story,Inspiration Story,Amar Bharti,baba Amar Bharti,Hindu relegion,sadhu,Kumbh Melas,Kumbh Mela,40 saal se en sadhu ne hath uper utha rakha hai

শূন্যে হাত তুলে রয়েছেন টানা ৪০ বছর। সাধুবাবার আজব কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনি দশ মিনিটের জন্য আপনার হাত শূন্যে তুলে রাখতে পারবেন? অনেকের কাছেই এই কাজটা নেহাতই কঠিন। অনেকেরই সেই শৈশবের শাস্তির কথা মনে পড়ে যাচ্ছে। মাত্র ২ বা ৩ মিনিটের জন্য শূন্যে হাত তুলে দাঁড়িয়ে থাকাটাই কষ্টের। সেখানে এই সাধুবাবা টানা ৪০ বছর শূন্যে হাত তুলে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্ট দেখে রীতিমত তাজ্জব সকলেই।

Advertisment

ভাইরাল হওয়া এই ছবিতে যে সাধুবাবাকে দেখা যাচ্ছে জানা গিয়েছে তাঁর নাম অমর ভারতী, যিনি ১৯৭৩ সাল থেকে শূন্যে হাত তুলে রয়েছেন। হ্যাঁ, আজও অমর ভারতী তার ডান হাত শূন্যে তুলে রাখেন। ছবি দেখেই আন্দাজ করা যায় এত বছর ধরে শূন্যে হাত তোলার কী পরিণতি হয়েছে। কয়েক বছরের মধ্যেই অমর ভারতীর হাত শুকিয়ে যায় এবং চামড়া ও হাড় এক টুকরো হয়ে যায়।  অমর ভারতীর এই সিদ্ধান্তকে ভক্তি এবং বিশ্বব্যাপী সম্প্রীতি প্রচারের মিশনের অঙ্গ হিসাবে বর্ণনা করেছেন। তাঁর শক্তি, ভক্তি এবং আবেগের প্রশংরয় নেটিজেনরা পঞ্চমুখ। 

ঐতিহাসিক বৈদিক নামের টুইটার অ্যাকাউন্ট থেকে অমর ভারতীর ছবি শেয়ার করা হয়েছে। অমর ভারতী এক বিখ্যাত সন্ন্যাসী, যিনি কুম্ভ মেলা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। ১৯৭০ সালের আগে, অমর ছিলেন মধ্যবিত্ত পরিবারের একজন ব্যক্তি, যিনি স্বাভাবিক জীবনযাপন করতেন। সাধারণ মানুষের মতোই চাকরি বাকরি সংসার সবই ছিল তাঁর। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি তার সারা জীবন ভগবান শিবের সেবায় উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় এবং আর পিছনে ফিরে তাকাননি তিনি। ইন্টারনেট ব্যবহারকারীরা বাবার ভক্তির প্রশংসা করছেন।

Viral Video
Advertisment