করোনাভাইরাস মহামারীর প্রকোপে ঘরবন্দি সারা দেশ। এই আবহে বিশেষ করে শিশু ও কিশোরদের মন ভালো রাখতে এক অভিনব উদ্যোগ নিল অমর চিত্র কথা। অনন্ত পাই দ্বারা ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই প্রকাশনা সংস্থা আগামী ৩০ দিন তাদের অনলাইন আর্কাইভ খুলে দিচ্ছে সর্বসাধারণের জন্য, একেবারেই নিখরচায়। তাদের বক্তব্য, দেশজুড়ে বাধ্যত বন্ধ স্কুল, বাড়িতে বন্দী ছটফটে ছাত্রছাত্রীরা। তাদের অস্থির মনকে শান্ত করতেই এই পদক্ষেপ।
আগামী ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে পড়ে ফেলতে পারেন অমর চিত্র কথার সম্পূর্ণ ক্যাটালগ, যাতে রয়েছে ১০০-র বেশি 'টিঙ্কল' ম্যাগাজিন, এবং ৩৫০-র বেশি অমর চিত্র কথার বই, যে পড়া যাবে ফোনে অথবা ট্যাবে। এই ফ্রি সাবস্ক্রিপশন আপনি পাবেন অমর চিত্র কথা অ্যাপ থেকে।
বলা বাহুল্য, এই সুযোগ পেয়ে আপ্লুত অনেকেই তাঁদের উল্লাস জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, এবং স্পস্তই বোঝা যাচ্ছে, এতে বড়দের আনন্দ কিছু কম নয়। কেউ কেউ তাঁদের বড় হয়ে ওঠার সময় অমর চিত্র কথা কমিকসের ভূমিকার কথাও উল্লেখ করেছেন। দেখে নিন প্রতিক্রিয়া এক নজরে:
COVID-19 মহামারীর প্রকোপে স্থগিত রাখা হয়েছে কেন্দ্র ও রাজ্য স্তরের একাধিক বোর্ড পরীক্ষা, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ প্রায় সব স্কুল। দিল্লি সরকার ৩১ মার্চের পরেও স্কুল বন্ধ রাখার কথা বিবেচনা করছে, এবং বাড়ি থেকেই কীভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে ছাত্রছাত্রীরা, তার পরিকল্পনা করছে।
এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭১, পৃথিবী জুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লক্ষ। এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ১১ হাজারের বেশি, ভারতে চার। বিস্তারিত জানুন আমাদের লাইভ আপডেটে, এখানে ক্লিক করে।