Advertisment

Viral Video: গরম থেকে বাঁচার সেরা কৌশল, তিনবন্ধুর কীর্তিতে মজে নেটপাড়ার মানুষজন, দেখুন ভিডিও

গরম থেকে বাঁচার নানান উপায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তার মধ্যে তিন বন্ধুর একটি ভিডিও সকলের নজর কেড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Pool party at home, swimming pool in Car, viral news, trending news

গরম থেকে বাঁচার নানান উপায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তার মধ্যে তিন বন্ধুর একটি ভিডিও সকলের নজর কেড়েছে।

দমদম, সল্টলেকের পর কলকাতার তাপমাত্রা পারদও ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁল। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গত ২৪ ঘন্টায় তিলোত্তমার তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে। তীব্র গরমে দক্ষিণবঙ্গের মানুষের হাঁসফাঁস অবস্থা। গরম থেকে বাঁচার নানান উপায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তার মধ্যে তিন বন্ধুর একটি ভিডিও সকলের নজর কেড়েছে।

Advertisment

প্রচন্ড গরম থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও ভাইরাল হচ্ছে। তিন বন্ধু প্রখর রোদের তাপ থেকে থেকে বাঁচতে আশ্চর্য এক কৌশল ব্যবহার করেন। মুহূর্তে ভিডিওটিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।

গরম থেকে স্বস্তি পেতে কেউ ঘরে এসি লাগিয়েছেন আবার কেউ কুলার লাগিয়েছেন। শুধু তাই নয়, ছুটির দিনে মানুষ ওয়াটার পার্ক বা সুইমিং পুলে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তিন বন্ধু একটি পুরনো পিকআপ ভ্যানের পেছনে ছাতা টানিয়ে বিশেষ উপায়ে একটি পুল বানিয়ে তাতে বসে আরামে ভ্রমণ করছেন। মাঝখানে একটি টেবিলও রয়েছে । তাতে রয়েছে তরমুজের মত ফল। এভাবেই তারা উপভোগ করছেন তাদের পুল পার্টি।

এই ভিডিওটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @The90sPanda নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, 'শুধুমাত্র ছেলেরাই যে কোনো জায়গায় নিজেদের জন্য এমন আয়োজন করতে পারে।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৩০ হাজারের বেশি মানুষ।

viral
Advertisment