Advertisment

পেটের ভিতর কয়েনের ভাণ্ডার, তাজ্জব চিকিৎসকরা, সফল অস্ত্রোপচারে প্রাণ রক্ষা

৫ টাকার কয়েন ৫৬টি, ২ টাকার ৫১টি এবং ১টাকার ৮০টি কয়েন তার পেট থেকে সফলভাবে অপারেশন করে বের করেন চিকিৎসকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Amazing news,karnataka news hindi,doctors astonished,187 coins in patients abdome

পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হল ১৮৭টি কয়েন। এমন কাণ্ডে ভিরমি খাচ্ছেন খোদ চিকিৎসকরাই। বমি ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে আসেন এক ব্যক্তি। একাধিক ওষুধ প্রয়োগের পরও ব্যথা নিরাময় না হওয়ার চিকিৎসকরা বছর ৫৮ এর রোগীর আলট্রাসোনোগ্রাফি করার সিদ্ধান্ত নেন।

Advertisment

রিপোর্ট দেখেই চোখ কপালে তাঁদের। পেটের ভিতর রয়েছে কয়েনের ভাণ্ডার। একটা দুটো নয়। ১৮৭ টি কয়েন। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের মাধ্যেমে একে একে বের করে আনা হয় সবকটি কয়েন।

চিকিৎসকরা জানিয়েছেন, এই ব্যক্তি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ৫৮ বছর বয়সী এই ব্যক্তির নাম দায়মাপ্পা হরিজন । তিনি কর্ণাটকের রায়চুর জেলার লিঙ্গসুগুরের বাসিন্দা। চিকিৎসকরা জানান, রোগীর উপসর্গের ভিত্তিতে এক্স-রে এবং এন্ডোস্কোপি করা হয়। রোগীর পেটের স্ক্যানে দেখা গেছে তার পেটে রয়েছে একাধিক কয়েন। এরপর তার অপারেশন করার সিদ্ধান্ত হয়।

দয়ামাপ্পা বলেন, তিনি পেশায় একজন ভিক্ষুক এবং যখনই তিনি কয়েন হাতে পেতেন তখনই তিনি সেগুলি গিলে ফেলতেন এবং জল খেয়ে নিতেন।  এই কাজটি করে তিনি আনন্দ পেতেন বলেও জানান।  তিনি অনুভব করেছিলেন যে  কয়েনগুলি পেটে গিয়ে খাবারের মতো হজম হবে। গত দুই-তিন মাস ধরে এভাবেই  কয়েন গিলে খাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন : < তাক লাগানো শিল্পকর্ম, সার্জিক্যাল মাস্কেই ফুটে উঠলো নেইমারের মুখ, কুর্নিশ বিশ্ববাসীর >

চিকিৎসকরা জানান, অপারেশন করতে মোট ২ ঘন্টার কাছাকাছি সময় লাগে।  রোগী মোট ১৮৭টি কয়েন গিলেছেন। ৫ টাকার কয়েন ৫৬টি, ২ টাকার ৫১টি এবং ১টাকার ৮০টি কয়েন তার পেট থেকে সফলভাবে বের করেন চিকিৎসকরা। শ্রী কুমারেশ্বর হাসপাতাল এবং রিসার্চ ইন্সটিটিউটের এই ঘটনা এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।

viral news Doctor
Advertisment