Advertisment

পারফেক্ট টাইমিং! ক্যামেরায় ধরা পড়ল বিরল ছবি, বৃষ্টিভেজা টানা ৭ ঘণ্টার অপেক্ষা

নেটিজেনদের মুখে একটাই কথা বাহ! কী দারুণ টাইমিং।

author-image
IE Bangla Web Desk
New Update
Three-headed panther, This amazing picture surprised everyone, This amazing picture of Paul Goldstein's three-headed panther surprised everyone, The picture of the three-headed panther surprised, the picture of the three-headed panther went viral, viral,

পারফেক্ট টাইমিং! ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ল বিরল ছবি, মুহূর্তের জন্য বৃষ্টিতে টানা ৭ ঘণ্টার অপেক্ষা। সম্প্রতি এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তার ক্যামেরায় চিতার এমন এক আশ্চর্য ছবি ক্লিক করেছেন যা দেখার পরে আপনার মুখ দিয়ে কেবল একটি কথাই বেরিয়ে আসবে সেটি হল "ওয়াও! কি টাইমিং।"

Advertisment

দ্রুত গতির এমনিতেই চিতা বিখ্যাত। আজকাল এই চিতাগুলি ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে বসেছে। বর্তমানে চিতা কেবল আফ্রিকার জঙ্গলেই পাওয়া যায়। এমন পরিস্থিতিতে, চিতার এক দুর্দান্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন দুর্লভ ছবি তার ক্যামেরায় বন্দী করেছেন এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এমন ছবি তোলার জন্য ধৈর্য থাকা খুবই জরুরি।

ফটোগ্রাফার পল গোল্ডস্টেইন তার ক্যামেরায় এমন বিরল মুহূর্তের ছবি তুলেছেন। ছবি দেখে সকলেই বাকরুদ্ধ। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল পার্কে এই চিতাগুলিকে ফ্রেমবন্দী করেছেন তিনি। পল গোল্ডস্টেইন একটি মিডিয়া হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘এই ছবি তুলতে তিনি বৃষ্টিতে ভিজে টাকা ৭ ঘণ্টা অপেক্ষা করেছেন’। পরে পল গোল্ডস্টেইন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবিগুলি শেয়ার করে আনন্দ প্রকাশ করেন। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "এই ধরনের মুহূর্তগুলি মুগ্ধ করে এবং হ্যাঁ, এটি 'বৃষ্টিতে সাত ঘন্টা' র মুল্য"।

আপনিও এই ছবিগুলো দেখুন। ছবির দিকে তাকালে মনে হচ্ছে যেন একটি চিতাবাঘের তিনটি মাথা বিভিন্ন দিকে তাকিয়ে আছে। ফটোগ্রাফারের পারফেক্ট টাইমিং ছবিটিতে প্রাণ এনে দিয়েছে। ছবি দেখার নেটিজেনদের মুখে একটাই কথা বাহ! কী দারুণ টাইমিং। এমনকি সোশ্যাল মিডিয়ায়, সবাই এই দুর্দান্ত ফটোগ্রাফির জন্য পল গোল্ডস্টেইনের প্রশংসা করছেন।

viral
Advertisment