দেশের প্রান্তিক এলাকায় শুধু নয়, রাস্তার ধারের ধাবা হোক অথবা চায়ের দোকান খাটিয়ার রমারমা। গ্রামে গঞ্জে গরমে ফুরফুরে হাওয়ায় গা ভাসাতে ভরসাও সেই খাটিয়া। সাধারণ ভাবে খাটিয়ার দাম তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু জানেন কি মার্কিন মুকুলে এই খাটিয়ার দাম কত? আমেরিকায় খাটিয়ার দাম আপনার ৫ মাসের বেতনের সমান। শুনে অবাক হলেন?
আমেরিকার ই-কমার্স ওয়েবসাইট Etsy-এ পাওয়া যাচ্ছে এমন খাটিয়া। যার দাম এক লাখ টাকার বেশি। ই-কমার্স সাইটের তথ্য অনুসারে সুতোয় বোনা খাটিয়ার দাম ১ লাখ ১২ হাজার ৭৫ টাকা। রঙিন নিটিং খাটিয়ার দাম এক লাখ ৪৪ হাজার টাকার বেশি। খাটিয়ার আকাশছোঁয়া দাম দেখে মাথায় হাত নেটিজেনদের।

আমেরিকায় এমন খাটিয়ার চাহিদাও আকাশছোঁয়া। কারণ ই-কমার্স ওয়েবসাইটের তথ্য অনুসারে মাত্র চারটি খাটিয়া বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও খাটিয়ার দামের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। মানুষ নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। একই সঙ্গে এক ব্যবহারকারী লিখেছেন, ভারতীয় জিনিস বিদেশে অনেক বেশি দামে বিক্রি হয়। আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘খাটিয়া এত দামি, কখনও ভাবিনি’।