scorecardresearch

‘নাটু-নাটু’র নেশায় বুঁদ মার্কিন পুলিশকর্মীরা, ভিডিও দেখে গর্ব হবে

নাটু-নাটু গানে উর্দিধারী মার্কিন পুলিশকর্মীদের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Naatu Naatu,RRR,Oscars 2023,নাটু নাটু,অস্কার ২০২৩,আরআরআর

‘নাটু-নাটু’র নেশায় মেতে উঠলেন মার্কিন পুলিশ কর্মীরা, বিশ্বে ভারতের হুঙ্কার! আরআরআর-এর নাটু নাটু ইতিমধ্যেই জিতে নিয়েছে অস্কার! রাজামৌলির এই সিনেমার গান নাটু নাটু পেল ‘বেস্ট অরিজিন্যাল সং’-এর সম্মান। আর তার পরেই ‘নাটু-নাটু’ গানের নেশায়
বুঁদ তামাম বিশ্ব।

সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ‘নাটু-নাটু’র নেশায় মেতে উঠলেন মার্কিন পুলিশ কর্মীরা। ভিডিওটি @Nenavat_Jagan টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভাইরাল এই ভিডিওতে মার্কিন পুলিশ কর্মীদের অস্কার জয়ী সোনার গান ‘নাটু-নাটু’তে নাচতে দেখা গেছে। ভিডিওটি প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত। ‘নাটু-নাটু’ গানে মার্কিন পুলিশ কর্মীদের নাচের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

প্রথম গোল্ডেন গ্লোব এবং এখন অস্কার জেতার পর, আরআরআর -এর নাটু নাটু এখন বিশ্বজুড়ে রাজ করছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষ ‘নাটু-নাটুর’ গানের প্রেমে রীতিমত বুঁদ। ভাইরাল এই ভিডিও দেখেক ভারতীয় হিসেবে রীতিমত গর্ববোধ হবে আপনারও।

@Nenavat_Jagan টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিওতে, মার্কিন পুলিশকর্মীদের অস্কারজয়ী গান নাটু-নাটু-তে নাচতে দেখা গেছে। নাটু-নাটু গানে উর্দিধারী মার্কিন পুলিশকর্মীদের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাদের চোখে মুখে উৎসাহ ছিল চোখে পড়ার মত। ভাইরাল হওয়া এই ভিডিওটি তিন লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: American policemen danced fiercely in natu natu song