New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-6.jpg)
খবর লেখা পর্যন্ত ভাইরাল ভিডিওটিতে লাইক করেছেন ১ লাখের বেশি মানুষ
অটোরিকশাটিকে 'কনসার্টের মঞ্চে' রূপান্তরিত করে চমকে দিলেন অটোচালক।
খবর লেখা পর্যন্ত ভাইরাল ভিডিওটিতে লাইক করেছেন ১ লাখের বেশি মানুষ
দেশের প্রতিটি প্রান্তে মেধার নানান নির্দশন সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। অনেকে সোশ্যাল মিডিয়াকে বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করেন। অনুরূপ আরেকটি ভিডিও এখন ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখে অটোচালকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভাইরাল ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা- 'মুম্বইয়ের রাস্তায় সত্যিকারের আবেগের আভাস'। অটোরিকশাটিকে 'কনসার্টের মঞ্চে' রূপান্তরিত করে চমকে দিলেন অটোচালক। মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।' তিন দিন আগে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অটো চালক রিকশা চালানোর সময় লাইভ কনসার্ট করছেন। বিশেষ ব্যাপার হলো গাড়ির গায়ে রঙিন বাতি এবং পেছনে একটি লাইন লিখেছেন তিনি, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
খবর লেখা পর্যন্ত ভাইরাল ভিডিওটিতে লাইক করেছে ১ লাখের বেশি। একই সঙ্গে ব্যবহারকারীরা এ নিয়ে মন্তব্য করে নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন।