Advertisment

চায়ের দোকানেই দিন গুজরান অশীতিপর বৃদ্ধ, ভিডিও শেয়ার আনন্দ মাহিন্দ্রার

বিগত ৪৫ বছর ধরে এই চায়ের দোকান চালাচ্ছেন ৮০ পেরোনো বৃদ্ধ।

author-image
IE Bangla Web Desk
New Update
amritsar viral tea seller

চায়ের দোকানেই দিন গুজরান অশীতিপর বৃদ্ধ

আনন্দ মাহিন্দ্রার নতুন টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার অমৃতসরের একটি চায়ের স্টলের ভিডিও পোস্ট করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। আর হ্যাঁ, এটা কোন সাধারণ চায়ের স্টল নয়। কারণ এই চায়ের দোকানটি রয়েছে বিশালাকার বটগাছের বুক চিড়ে। হ্যাঁ, এক বিশালাকার বটগাছের ছায়ায়, এক বৃদ্ধা উনুনের আঁচে বিগত ৪৫ বছর ধরে এই চায়ের দোকান চালাচ্ছেন। তার সরলতা শুধু আনন্দ মাহিন্দ্রারই নয়, ইন্টারনেট সাধারণ মানুষের মন জয় করেছে। এই কারণেই মাহিন্দ্রা তার চায়ের স্টলের নাম রেখেছেন 'চাই সেবা কা মন্দির'।

Advertisment

এই মর্মস্পর্শী ভিডিওটি শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা টুইটারে লিখেছেন – ‘অমৃতসরে দেখার মতো অনেক জায়গা আছে। কিন্তু পরের বার যখন আমি শহরটি পরিদর্শন করব, স্বর্ণ মন্দির পরিদর্শন ছাড়াও, আমি অবশ্যই এই 'চাই সেবা কে মন্দিরে' পা রাখব, যা এই বৃদ্ধ ৪০ বছরেরও বেশি সময় ধরে চালিয়ে আসছেন”।

এই ভিডিওটি 23 জুলাই আনন্দ মাহিন্দ্রা পোস্ট করেছিলেন, যা এই খবর লেখার সময় পর্যন্ত 3 লাখ 78 হাজার ভিউ এবং 12 হাজারেরও বেশি লাইক পেয়েছে। এছাড়াও, অনেক ব্যবহারকারী এই মন্তব্যও করেছেন। কেউ কেউ এই ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন, কেউ কেউ চা বিক্রেতা বৃদ্ধকে কুর্নিশ জানিয়েছেন। একজন লিখেছেন- সত্যিই এই ভিডিওটি হৃদয় ছুঁয়ে গিয়েছে।

Viral Video
Advertisment