Advertisment

আলভিদা KK! দরাজ কণ্ঠকে চোখের জলে স্মরণ আমূলের

KK-কে চোখের জলে ‘আলবিদা’ জানাল আমূল ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
KK amul, amul tribute KK, KK, KK death, কেকে, আমূল

KK-কে চোখের জলে ‘আলবিদা’ জানাল আমূল ইন্ডিয়া।

KK-কে চোখের জলে ‘আলবিদা’ জানাল আমূল ইন্ডিয়া। অন্তিম যাত্রায় কেকে, প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতেই এসেছিলেন সঙ্গীত জগতের কলাকুশলীরা। চোখের জলে একে একে ভেতরে ঢুকলেন শিল্পীরা। আকৃতি কক্কর থেকে জাভেদ আখতার, হরিহরণ – বাদ গেলেন না কেউই। সেই তালিকায় যুক্ত হল আমূল ইন্ডিয়া। চোখের জলে KK কে বিদায় জানাল আমূল।

Advertisment

শেষযাত্রায় কেকে। ছেলে নকুল ধীরে ধীরে পালন করছেন সমস্ত নিয়ম। ভেরোসভা শ্মশানে হবে শেষ কৃত্য। কাঠের মাধ্যমেই পোড়ানো হবে শিল্পীকে। সবকিছুই ধীরে ধীরে গুছিয়ে নেওয়া হচ্ছে। গতকালই কলকাতা থেকে মুম্বই পৌঁছেছে তার মরদেহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্বাবধানে তাকে গান স্যালুট দেওয়া হয়।

আরও পড়ুন: ‘এরপর রূপঙ্করদার কিছু একটা হলে…’, প্রচণ্ড আশঙ্কায় শ্রীলেখা

বর্ষীয়ান শিল্পী হরিহরণ থেকে অলকা ইয়াগনিক এলেন তার ছেলেকে নিয়ে। সস্ত্রীক শিল্পীকে শ্রদ্ধা জানালেন বিশাল ভরদ্বাজ। কবির খান এবং স্ত্রী মিনি মাথুর দুজনেই কেকের ভীষণ ভাল বন্ধু। সকাল সকাল বন্ধুকে শেষবারের মত দেখতে তারাও এলেন। শ্রেয়া ঘোষাল যেন মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েছেন। শঙ্কর মহাদেবন গতকাল থেকেই ঘোরের মধ্যে, তিনি যেন হতবাক। ভিডিও পোস্ট করেই জানিয়েছিলেন শোকবার্তা। জাভেদ আখতারকে সঙ্গে নিয়েই এলেন মহাদেবন। সুরকার সেলিম মার্চেন্টও হাজির প্রিয় 'বন্ধু'র বিদায়বেলায়।

আরও পড়ুন: বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন তামারা, আবেগি পোস্টে উজাড় করলেন নিজেকে

নেই কেকে! মানতেই পারছেন না আসমুদ্র-হিমাচল। একটা মৃত্যু শেষ করল একটা যুগের। মৃত্যুর কারণ নিয়েও উঠেছে একাধিক বেনিয়মের অভিযোগ। কিন্তু সব কিছুকেও ছাড়িয়ে ‘নক্ষত্রের দেশে’ কেকে! সোমবার এসেছিলেন কলকাতায় শো'করতে। এভাবে যে নিথর দেহটা ফিরবে মুম্বইয়ে তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ আমাদের মধ্যে নেই KK। এই দুঃখের দিনে KK কে শেষ বারের মত শ্রদ্ধা জানাল আমূল। বাংলা, হিন্দি, তামিল, কান্নাড়, মারাঠি একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন KK।

viral news Amul Singer KK death
Advertisment