KK-কে চোখের জলে ‘আলবিদা’ জানাল আমূল ইন্ডিয়া। অন্তিম যাত্রায় কেকে, প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতেই এসেছিলেন সঙ্গীত জগতের কলাকুশলীরা। চোখের জলে একে একে ভেতরে ঢুকলেন শিল্পীরা। আকৃতি কক্কর থেকে জাভেদ আখতার, হরিহরণ – বাদ গেলেন না কেউই। সেই তালিকায় যুক্ত হল আমূল ইন্ডিয়া। চোখের জলে KK কে বিদায় জানাল আমূল।
Advertisment
শেষযাত্রায় কেকে। ছেলে নকুল ধীরে ধীরে পালন করছেন সমস্ত নিয়ম। ভেরোসভা শ্মশানে হবে শেষ কৃত্য। কাঠের মাধ্যমেই পোড়ানো হবে শিল্পীকে। সবকিছুই ধীরে ধীরে গুছিয়ে নেওয়া হচ্ছে। গতকালই কলকাতা থেকে মুম্বই পৌঁছেছে তার মরদেহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্বাবধানে তাকে গান স্যালুট দেওয়া হয়।
নেই কেকে! মানতেই পারছেন না আসমুদ্র-হিমাচল। একটা মৃত্যু শেষ করল একটা যুগের। মৃত্যুর কারণ নিয়েও উঠেছে একাধিক বেনিয়মের অভিযোগ। কিন্তু সব কিছুকেও ছাড়িয়ে ‘নক্ষত্রের দেশে’ কেকে! সোমবার এসেছিলেন কলকাতায় শো'করতে। এভাবে যে নিথর দেহটা ফিরবে মুম্বইয়ে তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ আমাদের মধ্যে নেই KK। এই দুঃখের দিনে KK কে শেষ বারের মত শ্রদ্ধা জানাল আমূল। বাংলা, হিন্দি, তামিল, কান্নাড়, মারাঠি একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন KK।