Advertisment

Anand Mahindra: বুদ্ধির জেরে চাকরি হাসিল, আনন্দ মাহিন্দ্রার মন জয়েই কেল্লাফতে কিশোরীর

হিংস্র বাঁদরের দল থেকে বাঁচতে অভিনব ফন্দি, কিশোরীর বুদ্ধির তারিফ, চাকরির প্রতিশ্রুতি আনন্দ মাহিন্দ্রার.

author-image
IE Bangla Web Desk
New Update
"anand mahindra"," teen girl"," Uttar Pradesh"," monkey"," Alexa"," viral post"

হিংস্র বাঁদরের দল থেকে বাঁচতে অভিনব ফন্দি, কিশোরীর বুদ্ধির তারিফ, চাকরির প্রতিশ্রুতি আনন্দ মাহিন্দ্রার

হঠাৎ ভেসে উঠল কুকুরের ডাক। তাতেই পালিয়ে গেল বাঁদরের দল। আর এভাবেই ভার্চুয়াল কুকুরের ডাক ডেকে উঠেছিল আমাজনের ‘অ্যালেক্সা’। আর তাতেই বাঁদরের দল রণে ভঙ্গ দেয়।

Advertisment

উত্তরপ্রদেশের বস্তী জেলার ১৩ বছরের নিকিতা স্রেফ বুদ্ধির জেরে অ্যালেক্সাকে কাজে লাগিয়ে নিজে এবং তার ১৫ মাসের ভাইজির প্রাণ বাঁচিয়েছে। এই কাহিনী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার কিশোরীর চিন্তাভাবনার প্রশংসা করলেন খোদ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। সেই সঙ্গে তিনি কিশোরীকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন।

publive-image
হিংস্র বাঁদরের দল থেকে বাঁচতে অভিনব ফন্দি, কিশোরীর বুদ্ধির তারিফ, চাকরির প্রতিশ্রুতি আনন্দ মাহিন্দ্রার

আনন্দ মাহিন্দ্রা একটি পোস্টে নিকিতার পড়াশুনা শেষের পর তাকে মাহিন্দ্রায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তরপ্রদেশের বাস্তি জেলায় তাদের বাড়িতে ঢুকে পড়া বাঁদরের হাত থেকে নিজেকে এবং তার ১৫ মাসের ভাইজির প্রাণ বাঁচাতে প্রযুক্তি ব্যবহার করে সকলকে চমকে দেন নিকিতা। তার এই চিন্তাভাবনার জন্য প্রশংসা করে তাকে পড়া শেষে আনন্দ গ্রুপে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন খোদ আনন্দ মাহিন্দ্রা।

viral
Advertisment