'আকর্ষণীয় কিন্তু কেন'? ভিডিও দেখে এক প্রশ্নেই নেটদুনিয়ায় আলোড়ণ ফেললেন আনন্দ মাহিন্দ্রা

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Viral Videos, Trending News, Social Media, Anand Mahindra Video, Chairperson of Mahindra and Mahindra, latest viral video,

ট্র্যাক্টরের সিট থেকে স্টেয়ারিংয়ের উচ্চতা কমপক্ষে ৬-৭ফুট। আর সেই বিরাট উচ্চতায় বসেই ট্রাক্টর চালাতে দেখা যাচ্ছে এক যুবককে।

ট্র্যাক্টরের সিট থেকে স্টেয়ারিংয়ের উচ্চতা কমপক্ষে ৬-৭ফুট। আর সেই বিরাট উচ্চতায় বসেই ট্রাক্টর চালাতে দেখা যাচ্ছে এক যুবককে। এমনই এক ভিডিও শেয়ার করেছেন খোদ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যক্তিটি ট্রাক্টর চালাতে কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন না।

Advertisment

ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, 'আকর্ষণীয় কিন্তু আমার একটাই প্রশ্ন, কেন?' আপলোডের অল্প সময়ের মধ্যেই ভিডিওটি দেখেছেন ২ লাখ ২২ হাজারের বেশি মানুষ।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- তিনি সামনের যানজট দেখতে পান সহজেই । অপর এক ব্যবহারকারী লিখেছেন – একজন নারকেল চাষী হওয়ায় তার ট্রাক্টর ব্যবহার করে সহজেই নারকেল পাড়তে পারবেন।

viral