Advertisment

Viral Video: বাচ্চাদের 'মানুষ' করে তুলতে আনন্দ মাহিন্দ্রার দাওয়াই, ভিডিওতেই মন জয়, শিল্পপতিকে কুর্নিশ!

শিশুদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলতে আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভিডিও'র জুড়ি মেলা ভার।

author-image
IE Bangla Web Desk
New Update
ট্রেন্ডিং ভিডিও, ভাইরাল ভিডিও, আনন্দ মাহিন্দ্রা, আনন্দ মাহিন্দ্র ভাইরাল পোস্ট, স্কুল ভিডিও, শিক্ষা, ট্রেন্ডিং ভিডিও, ভাইরাল ভিডিও, আনন্দ মাহিন্দ্রা"

শিশুদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলতে আনন্দ মাহিন্দ্রার এই ভিডিও'র জুড়ি মেলা ভার

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রতিদিনই কোনো না কোনো ভাইরাল ভিডিও নিয়ে নিজের মতামত দেন তিনি। সম্প্রতি মাহিন্দ্রা চিনের একটি স্কুলের একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওটি শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা স্কুলগুলিতে পরিচ্ছন্নতার পাঠের ওপর গুরুত্ব তুলে ধরার ওপর জোর দিয়েছেন।

Advertisment

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করার সময়, আনন্দ মাহিন্দ্রা ক্যাপশনে লিখেছেন, 'দারুণ একটি ধারণা… একইভাবে, পরিষ্কার, পরিচ্ছন্নতা এবং সহযোগিতা আমাদের মৌলিক শিক্ষার একটি অংশ হতে হতে পারে। আমরা কি এই অনুশীলনটিকে প্রাক-বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের একটি আদর্শ অংশ করতে পারি?' ভাইরাল হওয়া ভিডিওটি চিনের একটি স্কুলের বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষক এসে টেবিলে রাখা খেলনাগুলো ছড়িয়ে দেন। এর পর শিশুরা ক্লাস রুমে আসে। একে একে বাচ্চারা সব খেলনা নির্দিষ্ট জায়গায় রেখে দেয় এবং টেবিলগুলিকেও জায়গা মত রেখে দেয়। সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত এই ভিডিওটি ৬ লাখের বেশি বার দেখা হয়েছে।

আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভিডিওতে অনেকেই তাদের মতামতও দিচ্ছেন। এক ব্যবহারকারীর মন্তব্যে তিনি লিখেছেন, 'আইডিয়াটা খুব ভালো কিন্তু স্কুলের পরিবর্তে আমাদের এই সব কাজ বাড়িতে করা উচিত।' অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এর দারুণ প্রয়োজন রয়েছে এবং এটি অবশ্যই ভবিষ্যত প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। অপর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে আমাদের ভারতে শিশুদের স্কুলে কোনও কাজ করতে দেওয়া হয় না।

viral
Advertisment