খাটল না বয়কট ট্রেন্ড, দুই দিনেই ২০০ কোটির ব্যবসা শাহরুখের ‘জওয়ানে’র! শাহরুখ ম্যাজিকে ঝলসে উঠেছে সিলভার স্ক্রিন। জওয়ান জ্বরে কাবু শহর থেকে গ্রাম। সারা দেশে শাহরুখ ম্যাজিক। কেরিয়ারের এখনও পর্যন্ত বিরাট বড় হিট। শুধু তাই নয়, নিজের ছবিকেই টেক্কা দিয়ে শাহরুখ হয়ে উঠলেন ইন্ডাস্ট্রির মসিহা? সারা বিশ্বজুড়ে শাহরুখের জওয়ান তোলপাড় ফেলে দিয়েছে। ভারতীয় হিন্দি ছবির দৌড়ে বক্স অফিসে এমন হিট একটাও নেই বলেই দাবি ট্রেড অ্যানালিস্টদের। গোটা দেশে সিনেমাহলে মানুষ ছুটে গিয়েছেন শুধু একটি মানুষের টানে।
শুরুর দু দিনের মধ্যেই ২০০ কোটি পার! বক্স অফিস ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে বিশ্বজুড়ে, ২৩০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। শুধু তাই নয়, হাউসফুল। চেন্নাই থেকে আমেদাবাদ, কলকাতা থেকে শহরাঞ্চল, শাহরুখ ম্যানিয়ায় ভাসছে গোটা দেশ। যদিও বা শাহরুখ ছবি রিলিজ করেছেন বৃহস্পতিবার।
'জওয়ান' দিয়ে আবারও বক্স অফিসে রেকর্ড গড়ছেন শাহরুখ খান। অভিনেতার অ্যাকশন ছবি 'জওয়ান' দেখতে শুধু দর্শকই নয়, দক্ষিণের সিনেমা থেকে বলিউডের তাবড় তারকারাও প্রেক্ষাগৃহে ভিড় করছেন। জাওয়ান মুক্তির একদিন পর, আনন্দ মাহিন্দ্রা টুইটারে বক্স অফিসে ‘শাহরুখের রাজত্ব’ সম্পর্কে তার চিন্তাভাবনা ভাগ করে একটি ট্যুইট করেন। শিল্পপতির এই ট্যুইট এখন ভাইরাল।
সম্প্রতি, দ্য মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা টুইটারে লিখেছেন, 'সমস্ত দেশ তাদের প্রাকৃতিক খনিজ সম্পদ রক্ষা করে এবং সাধারণত বিদেশী মুদ্রা অর্জনের জন্য সেগুলো রপ্তানি করে। সম্ভবত শাহরুখ খানকে ভারতের ‘প্রাকৃতিক সম্পদ’ হিসেবে ঘোষণা করার সময় এসেছে। মতামত শেয়ার করার সময়, আনন্দ টুইটারে 'জওয়ান'-এর দুবাই ইভেন্টের ভিডিওও শেয়ার করেছেন। আনন্দ মাহিন্দ্রার এই টুইটটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং শাহরুখ ফ্যানেরা তাদের প্রিয় অভিনেতার প্রশংসার জন্য আনন্দ মাহিন্দ্রাকে ধন্যবাদ জানিয়েছেন।