জলে পড়লেও দিব্যি ভেসে থাকা যায়, তাক লাগানো টি-শার্ট আবিষ্কার যুবকের, কুর্নিশ আনন্দ মাহিন্দ্রার

ইউনিক টি-শার্টের ডেমো ক্লিপ দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও যুবকের প্রশংসায় পঞ্চমুখ।

ইউনিক টি-শার্টের ডেমো ক্লিপ দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও যুবকের প্রশংসায় পঞ্চমুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
anandmahindra, Anand Mahindra, youth for swimminng t shirt,

এমন এক টিশার্ট যেটি পরে থাকলে জলে পড়ে গেলেও শিশুদের ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনই এক টি-শার্ট আবিষ্কার করে তাক লাগিয়েছেন এক যুবক। আর যুবকের এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন খোদ শিল্পপতি আনন্দ মাহিদ্রা। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে যুবকের কৃতিত্ব তুলে ধরে লিখেছেন, ‘এই যুবক হয়ত নোবেল পাবেন না। কিন্তু তার এই আবিষ্কার আমার কাছে যে কোন পুরস্কারের উর্ধ্বে’।

Advertisment

আনন্দ মাহিন্দ্রা এই যুবকের এমন উদ্ভাবনকে স্যালুট জানিয়ে এটিকে সর্বকালের সেরা আবিষ্কার বলে অভিহিত করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন তার ছোট দুই নাতিকে এই টিশার্ট বড় বিপদের হাত থেকে উদ্ধার করতে পারে। এমনকী সাঁতার কাটার সময়ে এই টি-শার্ট ভীষণ ভাবে কাজে আসতে পারে।

Advertisment

ইউনিক টি-শার্টের ডেমো ক্লিপ দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও যুবকের প্রশংসায় পঞ্চমুখ।  লাখ লাখ মানুষ এই ভিডিও ক্লিপটি দেখেছেন। একই সময়ে, ১৫ হাজারেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন। এই ডেমো ক্লিপে, যুবককে টি-শার্টের বিশেষত্ব বলতে এবং সেই সঙ্গে কীভাবে তা শিশুদের সুরক্ষা দেবে তাও দেখানো হয়েছে। শিশুরা নিরাপদে সাঁতার কাটা এবার থেকে উপভোগ করতে যাতে পারে সেজন্যই যুবকের এমন তাক লাগানো আবিষ্কার বলেও জানা গিয়েছে।

Viral Video