১৬ প্লেট ধোসা একেবারে পরিবেশন। ওয়েটারের তাক লাগানো চমকে মুগ্ধ আনন্দ মাহিন্দ্রা। টুইটে তিনি সেই ভিডিও শেয়ার করেন। মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মঙ্গলবার টুইটারে ওয়েটারের একটি ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। একটি বা দুটি নয় বরং ১৬ প্লেট ধোসা পরিবেশন করতে দেখা যায় ওয়েটারকে। এখন ওয়্যারের এই ক্লিপটি অনলাইনে ভাইরাল হচ্ছে। যা দেখে তাক লাগতে বাধ্য।
আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভাইরাল ভিডিওতে, একজন ওয়েটারকে শেফের কাছে একটি স্টিলের প্লেট দিতে দেখা যায়, যিনি প্যান থেকে গরম ধোসা সেই প্লেটে তিনি তুলে দিচ্ছেন। তিনি খুব সাবধানে প্লেটগুলিকে একের পর এক সাজিয়ে একটি হাতে করেই সবগুলিকে একসঙ্গে নিয়ে গিয়ে একে একে গ্রাহকদের তা পরিবেশন করলেন।
২ মিনিটেরও বেশি সময়ের এই ক্লিপে, ওয়েটারকে হাতে সুক্ষ ভাবে একে একে প্লেটগুলিকে সাজিয়ে নিজে তা একে একে গ্রাহকদের পরিবেশন করতে দেখা যায়। ভিডিও শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন ‘আমাদের 'ওয়েটারের প্রোডাক্টিভিটি'কে একটি অলিম্পিকে স্বীকৃতি দিতে হবে, 'মাহিন্দ্রা পোস্টের ক্যাপশন দিয়েছেন। এই ভদ্রলোক সেই ইভেন্টে সোনাজয়ী হবেন।"
ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর থেকে ৬০ হাজারের বার দেখা হয়েছে এবং দ্রুত ভাইরাল হচ্ছে৷ টুইটার ব্যবহারকারীরা মাহিন্দ্রার সঙ্গে একমত হয়েছেন এবং মন্তব্য বিভাগে ওয়েটারের প্রতিভার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "ওয়াও", অন্য ব্যবহারকারী মন্তব্য করেছেন, "এমন প্রতিভার সত্যিই আশ্চর্যজনক।"