New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_b6a9ed.jpg)
২৬ জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীকে শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।
২৬ জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীকে শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।
২৬ জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীকে শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।
২৬ জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীকে শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। পাশাপাশি তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন "আমাদের আসল শক্তি হল দেশের সেনারা যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত"।
শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা X-এ একটি পোস্টে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে তাঁর ভক্ত এবং অনুগামীদের শুভেচ্ছা জানিয়েছেন৷ X-এ তার পোস্টে, মাহিন্দ্রা লতা মঙ্গেশকরের কণ্ঠে 'অ্যায় মেরে ওয়াতান কে লোগো' দেশাত্মবোধক গানের একটি ছোট অডিও ক্লিপও শেয়ার করেছেন। এই গানটি ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সেনাদের স্মরণে লেখা হয়।
মাহিন্দ্রার পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। আমরা আমাদের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের পূর্ণ শক্তি প্রদর্শন করে গর্বের সঙ্গে কুচকাওয়াজের সাক্ষী থাকি। তবে আমি আশা করি আমরা আমাদের দিনের কয়েক মিনিট সময় নিয়ে এই গানটি আবারও একবার শুনি এবং নিজেদেরকে মনে করিয়ে দিই যে আমাদের আসল শক্তি দেশের সৈন্যরা, যারা দূর সীমান্তে তাদের জীবন দিতে সবসময় প্রস্তুত। তাদের আত্মত্যাগের কারণেই আমরা প্রিয়জনদের সঙ্গে বাড়িতে নিরাপদে থাকতে পারি।
A Very Happy #RepublicDay to you all. 🙏🏽
We watch, with pride. the parade displaying all the might of our weaponry & missiles.
But I hope we can take a few minutes from our day to also hear this incredible song once again.
And remind ourselves that our real strength is the… pic.twitter.com/gbK3cm4kru— anand mahindra (@anandmahindra) January 26, 2024