New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-242.jpg)
গাড়ির কাঁচে জমে থাকা ধুলোর উপর বিভিন্ন ধরনের সুন্দর শিল্পকর্ম ফুটিয়ে তুলতে দেখা যায় এক শিল্পীকে।
গাড়ির কাঁচে জমে থাকা ধুলোর উপর বিভিন্ন ধরনের সুন্দর শিল্পকর্ম ফুটিয়ে তুলতে দেখা যায় এক শিল্পীকে।
গাড়ির কাঁচে জমে থাকা ধুলোর উপর বিভিন্ন ধরনের সুন্দর শিল্পকর্ম ফুটিয়ে তুলতে দেখা যায় এক শিল্পীকে।
গাড়ির ধুলোময় কাঁচে ফুটে উঠল নিখুঁত শিল্পকর্ম, প্রতিভাকে কুর্নিশ জানালেন খোদ আনন্দ মাহিন্দ্রা। হৃদয় জয় করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
আনন্দ মাহিন্দ্রা দেশের অন্যতম জনপ্রিয় শিল্পপতি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। এক্স-এ, আনন্দ মাহিন্দ্রা কেবল তাঁর ফলোয়ারদের সঙ্গে যে যোগাযোগ রাখেন তাই না। আকর্ষণীয় এবং কখনও কখনও তথ্যপূর্ণ ভিডিওও শেয়ার করে থাকেন। আবারও তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যা ভাইরাল হচ্ছে।
আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও শেয়ার করেছেন যাতে গাড়ির কাঁচে জমে থাকা ধুলোর উপর বিভিন্ন ধরনের সুন্দর শিল্পকর্ম ফুটিয়ে তুলতে দেখা যায় এক শিল্পীকে। ভিডিওতে মানুষের শিল্পকর্ম দেখে আনন্দ মাহিন্দ্রা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ভিডিওটি শেয়ার না করে থাকতে পারেননি।
ভিডিওটি শেয়ার করতে গিয়ে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন- কী প্রতিভা, সত্যিকারের শিল্পীদের জন্য বিশ্বের সবকিছুই তাদের কাছে একটি ক্যানভাস'। আনন্দ মাহিন্দ্রার এই ভিডিওটি প্রতিক্রিয়া জানাচ্ছেন মানুষজন। আরেকজন লিখেছেন –প্রতিভার কোন অভাব নেই ভারতে। একজন লিখেছেন- এটি একটি বিরল শিল্প প্রতিভা। আনন্দ মাহিন্দ্রার এই ভিডিওটি ইন্টারনেটে ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।
This looks like it’s India? (No shortage of dusty cars here!). What talent. Artists are to be found everywhere. And for true artists, every object in the world is a canvas for their expression. 👏🏽👏🏽👏🏽pic.twitter.com/b29GjEktqv
— anand mahindra (@anandmahindra) December 27, 2023