Viral: বাবার মৃত্যুর পর রোলের দোকানে জারি কঠিন লড়াই, পাশে থাকার বার্তা শিল্পপতির

বছর দশেকের জসপ্রীতকে 'সাহসের প্রতীক' হিসাবে বর্ণনা করেছেন আনন্দ মাহিন্দ্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
anand mahindra"," Delhi boy"," roll shop"," food stall"," struggles"," trending",

দিল্লিতে মামার বাড়ি থেকে রোলের দোকান চালাচ্ছে ছোট্ট জসপ্রীত।

কিছু মানুষের জীবন সংগ্রামের কাহিনী চোখে জল এনে দেয়। সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর পর সাগরের ভাতের হোটেল দিন কয়েক আগেই আলোড়ণ ফেলে। ঝড়ের বেগে ভাইরাল হয় সেই ভিডিও। সম্প্রতি শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এক কিশোরের কঠোর জীবন সংগ্রামের কাহিনী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বাবার মৃত্যুর পর খাবারের দোকান চালাচ্ছে একরত্তি।

Advertisment

জসপ্রীতের কঠিন জীবন সংগ্রাম অনুপ্রাণিত করেছে, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাকে। তিনি এক্সে একটি পোস্ট শেয়ার করে বছর দশেকের জসপ্রীতকে 'সাহসের প্রতীক' হিসাবে বর্ণনা করেছেন। দিল্লির জসপ্রীতের মর্মস্পর্শী গল্প নেটিজেনদের হৃদয় কেড়েছে। মাহিন্দ্রা তার শিক্ষার জন্য সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। বাবার কাছ থেকে রোল তৈরির হাতেখড়ি জসপ্রীতের। দিল্লিতে মামার বাড়ি থেকে রোলের দোকান চালাচ্ছে ছোট্ট জসপ্রীত।

viral