Advertisment

Anand Mahindra: ৭৩-এর দরাজ কন্ঠে মুগ্ধ শিল্পপতি, শানের সঙ্গে 'ডুয়েটে'র প্রশংসায় আনন্দ মাহিন্দ্রা!

ভিডিওতে, ৭৩ বছর বয়সী বৃদ্ধকে জনপ্রিয় গায়ক শান-এর সঙ্গে তার সুরেলা কণ্ঠের জাদুর ঝলক দেখাতে দেখা যায়। ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
Anand Mahindra,Anand Mahindra X post,dr suresh nambiar,suresh nambiar singing video,who is suresh nambiar,Anand Mahindra new post,Anand Mahindra reacts to old video of Suresh Nambiar,Elderly man captivating voice

ভিডিওতে, ৭৩ বছর বয়সী বৃদ্ধকে জনপ্রিয় গাতক শান-এর সঙ্গে তার সুরেলা কণ্ঠের জাদুর ঝলক দেখাতে দেখা যায়। ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা।

৭৩ বছর বয়সেই এমন দরাজ কন্ঠে মুগ্ধ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। ভিডিও শেয়ার করে শিল্পীকে কুর্নিশ জানিয়েছেন তিনি। তাঁর শেয়ার করা ভিডিও রাতারাতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

ভিডিওতে, ৭৩ বছর বয়সী বৃদ্ধকে জনপ্রিয় গায়ক শান-এর সঙ্গে তার সুরেলা কণ্ঠের জাদুর ঝলক দেখাতে দেখা যায়। ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা।

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন পোস্টের মাধ্যমে শিরোনামে থাকেন। সম্প্রতি, তার শেয়ার করা একটি পোস্ট মানুষের মন জয় করেছে। ৭৩ বছর বয়সেও সঙ্গীতের প্রতি তাঁর গভীর অনুরাগ। এমন দরাজ কন্ঠে মুগ্ধ করেছেন লাখ লাখ মানুষের মন। তার সেই ব্যক্তির কন্ঠস্বরের তারিফ না করে পারেন নি শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

জানা যায় ব্যক্তির নাম ডঃ সুরেশ নাম্বিয়ার। ভিডিওতে বৃদ্ধকে তার সুরেলা কণ্ঠে প্লেব্যাক সিঙ্গার শানের সঙ্গে মহম্মদ রফির একটি গান গাইতে দেখা যায়।

ভিডিওটি ২০২৩ সালে ICICI ব্যাঙ্ক-এর তরফে আয়োজিত iShine গানের প্রতিযোগিতার, যাতে ডঃ সুরেশ নাম্বিয়ারকে প্লেব্যাক গায়ক শান-এর সঙ্গে মহম্মদ রফির একটি গান গাইতে দেখা গিয়েছে।

আনন্দ মাহিন্দ্রা ২০২৩-এর iSHINE গানের প্রতিযোগিতার বিজয়ী ডক্টর সুরেশ নাম্বিয়ারের প্রশংসা করে X-এ একটি পোস্ট শেয়ার করেছেন।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন যে তিনি ডাঃ নাম্বিয়ারের সুন্দর কন্ঠ তাঁকে মুগ্ধ করেছে। তার এই পোস্ট এখন পর্যন্ত চার লাখের বেশি মানুষ দেখেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, তিনি সত্যিই তার কন্ঠে জাদু রয়েছে।

Viral Video
Advertisment