scorecardresearch

শাস্ত্রীয় সঙ্গীতের তালে কুকুর ছানার নাচ, আনন্দ মাহিন্দ্রার পোস্ট ঘিরে হাসির রোল নেটপাড়ায়

শেয়ার করার পর থেকে, ভিডিওটি ২.১ লক্ষেরও বেশি ভিউ, ৬,৮৩৬ লাইক এবং ৬০০ টিরও বেশি রিটুইট পেয়েছে৷

Anand Mahindra,video,dog,Twitter

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা তার সোশ্যাল মিডিয়া আপডেটের মাধ্যমে আমাদের সবচেয়ে আকর্ষক কিছু কনটেন্ট পরিবেশন করেন মাঝে মধ্যেই। সেই সকল সামগ্রী শেয়ারের মাধ্যমে তিনি বিশেষ কিছু বার্তাও দেন। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান,শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার টুইটারে ১০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।

নিয়মিত মজাদার, তথ্যপূর্ণ এবং অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করে তিনি সকলের মধ্যেই আগ্রহ জাগিয়ে তোলেন। শনিবার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওটি দেখে আপ্লুত নেটিজেনরা। ৩০ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যাচ্ছে একটি কুকুরছানা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য’র সুর দিব্যি উপভোগ করছে।

ভিডিওটি’র শুরুতেই দেখা যায় এক তরুণী কুকুরছানাটিকে দুহাতে তুলে ধরে রাখেন। ব্যাকগ্রাউন্ডে বাজানো সুরেলা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য’র সুর কুকুরছানাটি দারূণ ভাবে উপভোগ করছে। সুরের তালে কুকুর ছানাটিও তার মাথা এদিক থেকে অন্য দিকে দোলাতে শুরু করে।

শেয়ার করার পর থেকে, ভিডিওটি ২.১ লক্ষেরও বেশি ভিউ, ৬৮৩৬ লাইক এবং ৬০০ টিরও বেশি রিটুইট পেয়েছে৷ ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিওটি পছন্দ করেছেন । কমেন্টে তাদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Anand mahindra shares video of dog enjoying classical performance with its pet mom watch