Advertisment

বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেওয়ার জন্য রেসিং কার! ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

‘রোডস অব মুম্বই’ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যেই দেখেছেন প্রায় ১২ লক্ষ মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

থাকি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অদ্ভুত এক দ্রুত গতির যান।

সচরাচর আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গোয়ালাদের সাইকেল অথবা বাইক ব্যবহার করতে দেখে থাকি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অদ্ভুত এক দ্রুত গতির যান। যাতে করে হেলমেট পড়ে বাড়ি বাড়ি দুধ দিতে যাচ্ছেন এক গোয়ালা। তার এমন উদ্ভাবনী শক্তিকে কুর্নিশ জানিয়েছেন বিজনেস টাইফুন আনন্দ মাহিন্দ্রা। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও।   

Advertisment

‘রোডস অব মুম্বই’ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যেই দেখেছেন প্রায় ১২ লক্ষ মানুষ। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি মাথায় হেলমেট পরে তিন চাকার একটি গাড়ি চালাচ্ছেন। অবিকল রেসিং গাড়ির মতো দেখতে হলেও গাড়িতে রাখা রয়েছে একাধিক দুধের ক্যান। আর সেই ক্যান বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তিনি।

আনন্দ মাহিন্দ্রা এই ভিডিও তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে পুনরায় শেয়ার করেছেন। তারপরই এটি ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে 'আমি নিশ্চিত নই যে গাড়িটি ট্রাফিক নিয়ম মেনে চলে রাস্তায় চলে কিনা, কিন্তু এমন উদ্ভাবনী শক্তিকে স্যালুট'।

milk seller innovative delivery vehicle
Advertisment