বৃষ্টিতে প্রেমে মাতোয়ারা বৃদ্ধ দম্পতি, 'মঞ্জিল'-এ নস্ট্যালজিক নেটপাড়া

দম্পতির এমন সুন্দর অভিনয় ও প্রেমের প্রশংসা করেছেন সকলেই।

দম্পতির এমন সুন্দর অভিনয় ও প্রেমের প্রশংসা করেছেন সকলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Anand Mahindra, tweet elderly couple video, recreates Amitabh bachchan, movie manzil, song rim jhim gire sawan,viral

অঝোর ধারায় বৃষ্টি যেন সব সময় একটা প্রেমের বার্তা নিয়ে আসে। বর্ষার বিকেলে জানালার ধারে বসে কখনও না কখনও আপনি নিশ্চয় 'রিমঝিম গিরে সাওয়ান...' গানটি গুনগুন করেছেন। হ্যাঁ, এই সুপারহিট গানটি অমিতাভ বচ্চন এবং মৌসুমী চ্যাটার্জিকে অভিনীত 'মঞ্জিল' ছবির গান। সেই পুরনো স্টাইলে গানটি রিক্রিয়েট করেছেন এক প্রবীণ দম্পতি। তাদের প্রচেষ্টা মন ছুঁয়ে গিয়েছে লাখো মানুষের। এই ভিডিও নজর এড়ায়নি শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা’র। নিজেই এই ভাইরাল ক্লিপটি পোস্ট করেছেন এবং লিখেছেন – ‘আমি এই দম্পতির এমন সুন্দর অভিনয় ও প্রেমের প্রশংসা না করে থাকতে পারছি না’। ভিডিওটি দেখার পর আপনিও অবাক হতে বাধ্য হবে।

Advertisment

ভিডিওটি আনন্দ মাহিন্দ্রা (@anandmahindra) ২রা জুলাই টুইটারে পোস্ট করেছেন। ভিডিওতে বয়স্ক দম্পতি 'রিমঝিম গিরে সাওয়ান' বিখ্যাত গানটি’র সঙ্গে মুম্বইয়ের একই লোকেশনে অমিতাভ বচ্চন এবং মৌসুমী চ্যাটার্জিকে অভিনীত 'মঞ্জিল' ছবির সেই দৃশ্যকে হুবহু ফুটিয়ে তুলেছেন। যা মন ছুঁয়ে গিয়েছে সকলের।

Advertisment

খবর লেখা পর্যন্ত মাহিন্দ্রার টুইট দেড় লাখ ভিউ এবং ২৬ হাজারের বেশি লাইক, তিন হাজারেরও বেশি রিটুইট এবং শ’য়ে শ’য়ে প্রতিক্রিয়া অর্জন করেছে ভিডিওটি। যদিও কিছু ব্যবহারকারী লিখেছেন যে দম্পতি হৃদয় জয় করেছেন, অন্যরা মন্তব্য করেছেন যে ‘জিনা ইসি কা নাম হ্যায়’।

Viral Video