Advertisment

নিজে হাতে আবর্জনা সাফ! ফল বিক্রেতা আদিবাসী মহিলার কর্মকাণ্ডকে কুর্নিশ আনন্দ মাহিন্দ্রার

ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা ওই মহিলার প্রশংসা করছেন এবং তাকে সমাজের ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bus Stand, Amazing Video of Ankola Bus Stand, Shocking Video of Ankola Bus Stand, latest tending Video of Ankola Bus Stand, trending Video of Ankola Bus Stand on twitter, trending Video of Ankola Bus Stand on facebook, trending Video of Ankola Bus Stand on instagram, trending Video of Ankola Bus Stand on youtube,

আজকাল সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু কর্ণাটকের এক আদিবাসী মহিলা। যার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে ওই মহিলাকে বাসস্ট্যান্ড পরিষ্কার করতে দেখা যাচ্ছে। মহিলাকে এই কাজ করতে দেখে তার পিছনের কারণ জেনে সকলেই অবাক। এই ভিডিওটি শিল্পপতি এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে।

Advertisment

সাধারনত, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অনেককে দেখা যায় জলের বোতল থেকে শুরু করে চিপস, ফলমূল সবকিছুই বিক্রি করছেন। কেনাকাটা ও খাওয়া-দাওয়া করার পর বাসের যাত্রীরা বাসের ভেতরে বা বাসস্ট্যান্ডের জানালা দিয়ে ময়লা-আবর্জনা রাস্তাতেই ফেলে দেন। যার কারণে বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চল  ময়লার স্তূপে পরিণত হয়।

বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা মহিলা কর্ণাটকের এক মহিলা ফল বিক্রেতা ফল বিক্রির পর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেলে পাতাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আদর্শ হেগড়ে তার টুইটার অ্যাকাউন্ট থেকে। যা দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে।

ভিডিওটি দেখার পর শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এককথায় মুগ্ধ। তিনি ভিডিওটি রিটুইট করার সময় লিখেছেন, 'এরাই আসল হিরো যারা ভারতকে পরিষ্কার করে।' এর পাশাপাশি তিনি ওই মহিলার ভূয়সী প্রশংসাও করেছেন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ৫ লাখ ৯২ হাজারের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা ওই মহিলার প্রশংসা করছেন এবং তাকে সমাজের ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করছেন।

Viral Video
Advertisment