New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/police-horse_759_ani-1.jpg)
নটিজেনদের একাংশ বেজায় চটে গিয়েছেন। তাদের মন্তব্য, রং ঘোড়াটির ক্ষতি করতে পারে। পুলিশ উচিত কাজ করেনি।
লাঠ দিয়ে বেধরক মারধর করেও ঘরবন্দি করা গেল না একাধিক দেশ বাসীকে। তখন, কিছু জায়গায় অভিনব কায়দায় মানুষ সতর্ক করতে সদা ত্্পর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। কখনও করোনার মত হেলমেট পরে, কখনও পুজো করে, কখনও গান গেয়ে অতিমারি নিয়ে সচেতনতা প্রচার করছেন পুলিশ কর্মীরা। এ বার এমন এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পুলিশ ঘোড়ার উপর বসে। ঘোড়ার গায়ে করোনার ছাপ। আর তাতে চড়ে প্রচার করছেন অন্ধ্রের এক পুলিশ কর্মী।
সোশাল মিডিয়ায় এক সংবাদ সংস্থা এই ছবি প্রকাশ্যে নিয়ে আসে। সেখানে উল্লেখ রয়েছে, অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার পিয়াপল্লী মণ্ডলের ছবি। আর যিনি ওই ঘোড়ার উপর বসে তিনি সাব ইনস্পেক্টর মারুতি শঙ্কর।
নটিজেনদের একাংশ বেজায় চটে গিয়েছেন। তাদের মন্তব্য, রং ঘোড়াটির ক্ষতি করতে পারে। পুলিশ উচিত কাজ করেনি।
Andhra Pradesh: Sub Inspector Maruti Sankar, Peapally Mandal, Kurnool district rides a horse painted with images of #COVID19 virus, to create awareness among the public about the pandemic pic.twitter.com/xIFsktWahG
— ANI (@ANI) March 31, 2020
To spread awareness among citizens in Andhra Pradesh, sub Inspector Maruthi Shanker rode a horse that was painted with images of #COVID19 virus. pic.twitter.com/5T1GHa0eEW
— Express Trending (@ietrending) March 31, 2020
is it correct to paint on animals ( see below tweet )?Paints are made with chemicals right?@peta @PetaIndia @PMOIndia @narendramodi @ysjagan @AndhraPradeshCM @bbcnewstelugu @republic @ndtv @umasudhir @NTVJustIn @TV9Telugu @amalaakkineni1 @bolisetti_satya https://t.co/JNiMUhPJBo
— Venkatesh ???????? (@venkatesh0529) March 31, 2020
Read the full story in English