Advertisment

Smallest washing machine: অবাক করা আবিষ্কারে তোলপাড় বিশ্ব, সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন, নাম উঠল গিনেস বুকে

অসাধারণ অর্জনটি সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Andhra Pradesh, Andhra Pradesh man, Man makes worlds smallest washing machine, worlds smallest washing machine, smallest washing machine, washing machine, Andhra Pradesh man makes worlds smallest washing machine, Andhra Pradesh news, Guinness World Records, GWR, viral video,, video of smallest washing machine, sabse chhoti washing machine, Sai Tirumalaneedi, Guinness World Records news, Guinness World Records instagram

অসাধারণ অর্জনটি সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে।

কিছু আবিষ্কার মানুষকে চমকে দেয়। তেমনই বিশ্বের সব থেকে ছোট ওয়াশিং মেশিন বানিয়ে তোলপাড় ফেলেছেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি। কিভাবে কাজ করে সব চেয়ে ছোট এই ওয়াশিং মেশিন? দেখলে আপনিও অবাক হতে বাধ্য।

Advertisment

বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন তৈরি করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন অন্ধ্রপ্রদেশের সাই তিরুমালানিধি। এই অসাধারণ অর্জনটি সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। সারা বিশ্বের মানুষ এই প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "সাই তিরুমালানিধির তৈরি 37 মিমি x 41 মিমি x 43 মিমি (1.45 ইঞ্চি x 1.61 ইঞ্চি x 1.69 ইঞ্চি) সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন।"

অনলাইনে পোস্ট করার পর থেকে ভিডিওটি 7 মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে। "চিত্তাকর্ষক" সৃষ্টি বলে মন্তব্য করেছেন অনেকেই। একজন ব্যবহারকারী লিখেছেন "ভারত প্রতিভাবান লোকের কোন অভাব নেই।" তৃতীয় একজন লিখেছেন, "রেকর্ডটি মূল্যবান।"

viral
Advertisment