Advertisment

ঘনিয়ে আসছে বিপদ? নিমেষের মধ্যে গলে যাচ্ছে আন্টার্কটিকার চাঁই চাঁই বরফ

বরফ গলে জলস্তর বেড়ে যাচ্ছে, সমুদ্রতীরবর্তী শহরাঞ্চল চলে যেতে পারে জলের তলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরিবেশবিদ, বিজ্ঞানমহল থেকে শুরু করে নেট পাড়া, সকলেই এখন বিপদের আশঙ্কায় শঙ্কিত। কারণ, নিমেষের মধ্যে গলে যাচ্ছে আন্টার্কটিকার চাঁই চাঁই বরফ। ভেঙে পড়ছে হিমবাহ। যার ফলে বাড়তে পারে জলের স্তর।

Advertisment

নাসা থেকে পাঠানো ছবি দেখে আঁতকে উঠেছে পরিবেশ বিদ ও বিজ্ঞানীরা। মাত্র নয় দিনে যদি ২০ শতাংশ বরফ গলে যেতে পারে তাহলে আগামী দিনে কী অপেক্ষা করছে? সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকে। আন্টার্কটিকায় আগে কোনোদিন এমনটা হয়নি। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা যাচ্ছে গড়ে ২০ ডিগ্রী সেলসিয়াস। গরম হাওয়া বইছে ঠান্ডার দেশে। বিজ্ঞানমহল মনে করছেন, বরফ গলে জলস্তর বেড়ে যাচ্ছে, সমুদ্রতীরবর্তী শহরাঞ্চল চলে যেতে পারে জলের তলায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment