New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_67b84a.jpg)
চা বিক্রেতা আমুল বাটার চা দিয়ে চা তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন।
চায়ের স্বাদের ভোলবদল। মুখে দিলে পুরোটাই মাখন।
চা বিক্রেতা আমুল বাটার চা দিয়ে চা তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন।
চা আমাদের সকলের কাছেই অন্যতম এক সেরা পানীয়। সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে অফিসে কাজের ব্যস্ততা, বন্ধুদের আড্ডা চা চাই'ই। কোথাও দুধ-চা জনপ্রিয়, কোথাও ‘লিকার টি’, কেউ আবার লেবু চায়ে প্রাণ ভরান, কারওবা পছন্দ ‘গ্রিন টি’। কোল্ড কফির মত কোল্ড টি-ও জনপ্রিয় কোথাও কোথাও। কেশর, মালাইয়ের চা, মশলা চা'য়ের কদরও রয়েছে বিস্তর। অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে স্পেশ্যাল রসগোল্লা চা।
তবে আজকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এক চা বিক্রেতাকে আমুল বাটার চা বানাতে দখা যাচ্ছে। এই অনন্য চা চা প্রেমীদের মধ্যে এক উত্তেজনা ও বিতর্কের জন্ম দিয়েছে।ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে, দেখা যাচ্ছে এক চা বিক্রেতা আমুল বাটার চা দিয়ে চা তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন।
প্রথমে তিনি একটি পাত্রে দুধের প্যাকেট রাখেন, তারপর গোলাপের পাপড়ি, বেশ কিছু মশলা, চা পাতা এবং চিনি যোগ করেন। চায়ে অনন্য স্পর্শ আসে যখন তিনি একটি অন্য পাত্রে বাদাম ও কিছু মশলা তৈরি করে মিশ্রণে কাজুবাদাম যোগ করেন। একটি গরম উনুনে এক চামচ মাখন সহ মশলা যোগ করেন। তাতে তিনি চা ঢেলে দেন, ভালোভাবে মিশ্রনটিকে নাড়তে থাকেন এবং অবশেষে রেডি অনন্য আমুল বাটার চা। তবে এই চা বিভিন্ন মতামতের সঙ্গে একটি অনলাইন বিতর্কের জন্ম দিয়েছে।