তিনি এই-সময়ের অন্যতম গায়ক, সকলে তাঁকে একবার ছুঁয়ে দেখার জন্য, তাঁর গান শোনার জন্য অপেক্ষা করতে পারেন ঘন্টার পর ঘন্টা। হাজার হাজার টাকার টিকিট হোক অথবা প্রচণ্ড বৃষ্টি, অরিজিৎ সিং মানেই এক আলাদা আবেগ, তিনি এক এবং অনন্য। শিল্পীর সরল সাদামাটা জীবনযাপন এবং সাধারণ বেচেঁ থাকার গল্প অনুপ্রাণিত করে সকলকে। আর শিল্পীর প্রেমে বুঁদ তামাম বিশ্ব। তাঁর প্রতিভা লাখ মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। তবে সেই কিংবদন্তী গায়কই কিনা এবার এক তরুণীর প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ। মেয়েটি তার প্রতিভাকে পুরোপুরি কাজে লাগিয়ে মুহুর্তে জিতে নিয়েছেন কোটি কোটি মানুষের ভালবাসা। অরিজিত সিং নিজেও তার এই প্রতিভা দেখে অবাক। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎ সিংয়ের সব গান মিলে মিশে একাকার মেয়টির গলার জাদুতে। অরিজিৎ সিংয়ের গাওয়া গান দিয়েই শুরু হয় ভিডিওটি। তার পরে সে একই সুরে একে একে গায়কের গাওয়া প্রায় সব গান গেয়ে তাক লাগিয়ে দেন। কোথাও সুরের এতটুকু ঘাটতি রয়েছে বলে মনে হয় না।
এই ভিডিওটি একজন ভিডিও নির্মাতা তার ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করেছেন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৬০ লাখ মানুষ। ভিডিওটিতে ব্যবহারকারীদের প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে ‘সেরা প্রতিভা’। অপর এক ব্যবহারকারী লিখেছেন যে ‘কেউ কীভাবে এত প্রতিভাবান হতে পারেন’। তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার কণ্ঠে জাদু আছে, আপনি অসাধারণ গান করেন’।অপর এক ইউজার লিখেছেন, অরিজিত সিংও আপনার ভক্ত হয়ে যাবেন।